# গোদাগাড়ী (রাজশাহী)প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় স্থানীয় পর্যায়ে করণীয় নির্ধারণে অনুষ্ঠিত হলো ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও)-এর ত্রৈমাসিক সভা ১৫ অক্টোবর বুধবার মাটিকাটা ইউনিয়ন পরিষদ ভবনে সভাটি আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন, ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত এনগেজ (ENGAGE) প্রকল্পের উদ্যোগে।
সভায় সভাপতিত্ব করেন মোসাঃ হালিমা বেগম, এবং সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর মোসা. রোকসানা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন এম. কে. বাসার, মোঃ রোকনুজ্জামান, মোঃ দেলসাদ আলী, শ্রী সুধীর পালসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন শুধুমাত্র পরিবেশগত সংকট নয় এটি মানবাধিকার, জীবিকা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নারী, শিশু, যুব এবং আদিবাসী জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। তারা স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং অভিযোজনমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জানানো হয়, বাংলাদেশে সুশাসন, মানবাধিকার, গণতন্ত্র এবং টেকসই উন্নয়নে স্বাধীনভাবে অবদান রাখার জন্য স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনগুলোর (১০৯টি) সক্ষমতা বৃদ্ধি করাই এনগেজ (ENGAGE) প্রকল্পের সামগ্রিক লক্ষ্য। নারী, যুব এবং আদিবাসী নেতৃত্বাধীন সক্রিয় স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনগুলো যেন টেকসইভাবে — জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যকর, পরিষ্কার ও নিরাপদ পরিবেশের অধিকার সুরক্ষায় ভূমিকা রাখতে পারে, এবং নিম্ন-কার্বন নিঃসরণকারী ও জলবায়ু সহনশীল সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে যেতে পারে এই উদ্দেশ্যেই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
সভা শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম, স্কুলভিত্তিক পরিবেশ শিক্ষা, এবং বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে মত দেন।
উল্লেখ্য, ডাসকো ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের উত্তরাঞ্চলে সুশাসন, মানবাধিকার, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত এনগেজ (ENGAGE) প্রকল্পের মাধ্যমে স্থানীয় সুশীল সমাজ সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর