আব্দুল বাতেন ঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিনের সরকারি ছুটি শেষে আজ শনিবার (৪ অক্টোবর) থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে ভারতীয় পণ্যবাহী প্রথম ট্রাকটি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সোনামসজিদ শুল্ক স্টেশনের সহকারী কমিশনার সাব্বির আহম্মেদজানান সরকারি ছুটি থাকায় গত ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত স্থলবন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল থেকেই ব্যবসায়ী ও শ্রমিকদের উপস্থিতিতে বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আজ থেকে বন্দরের আমদানি-রপ্তানি, কাস্টমস ও পরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশদ্বার। প্রতিদিন এখান দিয়ে বিপুল পরিমাণ পাথর,, পিয়াজ ভুসি ভুট্টা ফল বিভিন্ন ভোগ্যপণ্য আমদানি-রপ্তানি হয়।#