1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোর কৃষি কর্মকর্তা স্টেশনে থাকেন না, বদলি আদেশ রোহিত হয়ে ফের আলোচনায় পবায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে উদ্যোক্তা একেএম শামসুল ইসলাম উজ্জ্বল চন্দ্রিমা এলাকা থেকে র‍্যাব-৫ কর্তৃক ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার রাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ‎ ‎ শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা চারঘাটে মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা, পরিবারে শোক রাজশাহীতে সওজের অস্থায়ী কর্মচারীদের ১ ঘন্টার কর্মবিরতি পালন রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা শিবগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি চলছে

বদরগঞ্জে গৃহবধূকে হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন ,বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে শ্বশুরের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, গৃহবধূকে হত্যার প্রতিবাদে শুক্রবার (৩ অক্টোবর) বিকালে বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম নামক এলাকায় মিতুর পরিবারের লোকজন ও এলাকাবাসী,ছাত্র সমাজ সহ বিপুল সংকক লোকজন  মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেন।
মিতুর মা-বাবা ও এলাকাবাসী ও ছাত্র সমাজ  মানববন্ধনে বলেন, কসাই রাজা ও ছেলে সহ হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
নিহত মিতু বানু বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম গ্রামের মেনাজুল মিয়ার মেয়ে।
 ঘটনার দিনঃ  মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে শশুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মিতু বানু নামে গৃহবধূকে লাশ হতে হয়। রংপুর নগরীর বালাপাড়া এলাকায় এ ঘটনা  ঘটেছে। খবর পেয়ে ঐই দিন  দুপুরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
অভিযোগ উঠে, শ্বশুড়ের যৌন হয়রানির একটি ভিডিও ফাঁস হওয়াকে কেন্দ্র করে পুত্রবধূ মিতু বানুকে সিলিং ফ্যানে ঝুলে রেখে হত্যা করা হয়েছে। এনিয়ে ব্যাপক  তোলপাড় ও উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বেলা তিনটার দিকে রংপুর নগরীর বালাপাড়ায় সোহান মিয়ার বাড়ির নিজ ঘর থেকে তার স্ত্রী মিতু বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার দিন পরিবারের সদস্যদের উদ্ধৃত করে পুলিশ আরও জানায়, পরিবারের সদস্যরা ডাকাডাকির পর সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায় মিতু বানুকে। পরে ওড়না কেটে নামিয়ে হাসপাতালে নেয়ার চেষ্টা করে স্বজনরা। খবর পেয়ে মিতুর ভাইসহ পরিবারের লোকজন ছুটে আসলে তাদের মারধর করে নিহত মিতু বানুর স্বামীর বাড়ির লোকজন।
স্থানীয়রা জানান, মিতু বানুর স্বামী সাহানুর রহমান সোহান মাদকাসক্ত। তার শ্বশুড় রাজা মিয়া জোরপূর্বক পুত্রবধূর সাথে বিভিন্ন অনৈতিক কাজ করেন। যৌন হয়রানির এরকম একটি সম্প্রতি ভিডিও  ফাঁস হয়। সেখানে দেখা যায় মিতু বানু তার ঘরের ভিতরে শিশুসন্তানকে নিয়ে শুয়ে আছেন। হঠাৎ সাহানুরের বাবা রাজা মিয়া ওই ঘরে গিয়ে মিতুর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়।
এদিকে এ ঘটনা জানাজানি হলে এলাকার পরিস্থিতি থমথমে হয়ে উঠে। ঘটনাস্থলে পুলিশ মিতুর স্বামী সোহানুরকে আটক করে। কিন্তু স্থানীয়দের বাধার মুখে সোহানুরকে ছিনিয়ে নিয়ে যায় তার লোকজন।
নিহত গৃহবধূর মামা শফি আলম বলেন, তিন বছর আগে আমার ভাগ্নির সাথে সোহানুর রহমান সোহানের সাথে বিয়ে দেওয়ার জন্য আমার হাত পা ধরেছিল রাজা মিয়া। আমার ভাগ্নির ১০  মাসের একটি বাচ্চা আছে। শিশু বাচ্চা ঘরে থাকা অবস্থায় এরকম কাজ করে কেমন করে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি করছি।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, নিহত মিতু বানুর মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান। ময়নাতদন্তের পরে জানা যাবে  ঘটনাটি হত্যা না আত্মহত্যা।
তিনি আরও বলেন, যৌন হয়রানির একটি ভিডিও পাওয়া গেছে। ওই ভিডিওটিকে ক্লু হিসেবে ধরে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা দায়ের করা হয়েছে । আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট