মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সুধিজনদের নিয়ে সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার দায়িত্ব প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো.রাকিবুল হাসান।
অনুষ্ঠিত সৌহার্দ্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল। এসময় জেলা সেনা ক্যাম্প কর্মকর্তা ক্যাপ্টেন শামীম,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.নূরে আলম সিদ্দিক,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল মান্নান প্রামানিক,উপজেলা প্রাণী অধিদপ্তর কর্মকর্তা মো.আবু আনাছ,মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মো.মাহবুবুর রহমান দুলু, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আলহাজ্ব মো.খবিরুল ইসলাম,মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সম্রাট হোসেন,উপজেলা পূজা উৎযাপন ফ্রন্ডের আহ্বায়ক শ্রী উত্তম কুমার সহ উপজেলার সকল অফিস কর্মকর্তা, স্কুল কলেজ ও মাদ্রাসার প্রধানগণ,বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি,ধর্মীয় নেতৃবৃন্দ,সাংবাদিক, ছাত্র প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরা হয়।এসময় বক্তরা সমাজে বসবাসকারী সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বিভিন্ন পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করেন।#