1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ:
হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ এর চির বিদায় সারিয়াকান্দিতে বিএনপির ৩১দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা করেন সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম বাঘায়  সাবেক চেয়ারম্যানের  সহধর্মিনীর দাফন সম্পন্ন তানোরে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগমারায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী শোভাযাত্রা রাজশাহী অঞ্চলে মাধ্যমিক শিক্ষার ২৪০ শিক্ষক-কর্মকর্তার মধ্যে ১৫৮ পদ শূন্য চাঁপাইনবাবগঞ্জে নাচোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে আমগাছ রোপণ রূপসা কলেজ ও রূপসা সরকারি কলেজ নামের বিভ্রান্তি দূরীকরণে সংবাদ সম্মেলন ‎ ‎ ‎ মহান উদ্যোগ: তেঁতুলিয়ায় পানিবন্দী মানুষের পাশে বিএনপির নেতাকর্মীরা

রাজশাহী অঞ্চলে মাধ্যমিক শিক্ষার ২৪০ শিক্ষক-কর্মকর্তার মধ্যে ১৫৮ পদ শূন্য

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী বিভাগের আট জেলায় মাধ্যমিক শিক্ষা দপ্তর ছাড়াও সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর তীব্র সংকট চলছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আটটি পদের চারটিই শূন্য। বিদ্যালয় পরিদর্শকের চারটি পদের একটিতেও কর্মকর্তা নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের ৬৭ পদের ৩০টিই ফাঁকা। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ৬৭ পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র আটজন। বাকি ৫৯টি পদ শূন্য। আর জেলা-উপজেলা শিক্ষা অফিসসহ স্কুলগুলোর ২৪০ প্রধান ও সহকারী প্রধান শিক্ষকসহ শিক্ষা কর্মকর্তার ২৪০ পদের মধ্যে ১৫৮টি শূন্য রয়েছে। জেলা ও উপজেলা শিক্ষা অফিসগুলোর ১৫৮ কর্মকর্তা পদের মধ্যে ১০০টিই শূন্য।

এদিকে রাজশাহী অঞ্চলের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ৪৮টি পদের মধ্যে ৩৮টিতেই প্রধান শিক্ষক নেই গত কয়েক বছর। এছাড়া গত সরকারের আমলে জাতীয়করণকৃত মাধ্যমিক স্কুলগুলোর অধিকাংশতেই প্রধান শিক্ষক নেই। সরকারি শিক্ষকদের ভারপ্রাপ্ত করে জোড়াতালি দিয়ে চলছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুল জনবল সংকটের কারণে রাজশাহী অঞ্চলে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে।

শিক্ষাসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজশাহী অঞ্চল (রাজশাহী বিভাগ) মাধ্যমিক শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ পদগুলোর অধিকাংশ শূন্য পদ পূরণ হয়নি তিন যুগের বেশি সময় ধরে। সর্বশেষ ২০০৫ সালে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সহকারী জেলা মাধ্যমিক অফিসার ও সহকারী প্রধান শিক্ষক পদে মোট ৮৬ জন নিয়োগ পেয়েছিলেন। এর আগে ১৯৯৮ সালে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সরাসরি ৫২ জনকে সরকারি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর আর কোনো পদে সরাসরি নিয়োগ হয়নি। যারা আগে নিয়োগ পেয়েছিলেন তাদের অধিকাংশই চাকরিজীবন শেষ করে অবসরে গেছেন। দু-একজন যারা এখনো সার্ভিসে রয়েছেন তারাও অবসরের পথে।

সরকারি মাধ্যমিক স্কুল ও জেলা উপজেলা শিক্ষা অফিসের পদগুলোতে সরাসরি পরীক্ষার মাধ্যমে ২০ শতাংশ পদ পূরণের নিয়ম রয়েছে। বিধিঅনুযায়ী মোট পদের ৮০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণের নিয়ম থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে নিয়মিতভাবে পদোন্নতিও হয় না। ফলে রাজশাহী অঞ্চলের সরকারি মাধ্যমিক স্কুল, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সুষ্ঠু তদারকির অভাবে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম-প্রতিষ্ঠানভিত্তিক না হয়ে বর্তমানে কোচিং সেন্টার নির্ভর হয়ে চলছে।

রাজশাহী আঞ্চলিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, জেলার পুরাতন সরকারি মাধ্যমিক ৪৮টি স্কুলের মধ্যে ৩৮টিতেই প্রধান শিক্ষক নেই। এসব স্কুলের মধ্যে ৯টি চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। বাকিগুলোতে সহকারী শিক্ষকদের দিয়ে প্রধান শিক্ষকের কাজ করানো হচ্ছে। বিগত সরকারের আমলে প্রতিটি উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। তিন দফায় রাজশাহী বিভাগের আট জেলায় শতাধিক স্কুলকে সরকারি করা হয়। এসব স্কুলের অধিকাংশেই নেই প্রধান শিক্ষকসহ প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক।

এ বিষয়ে রাজশাহী অঞ্চল শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রশিদ বলেন, অনেক বছরই সরাসরি কর্মকর্তা ও সহকারী প্রধান শিক্ষক পদে কোনো নিয়োগ হয় না। আবার পদোন্নতির মাধ্যমেও শূন্য পদগুলো পূরণ করা হয়নি। বিভাগের অনেক জেলা ও উপজেলা শিক্ষা অফিসে কর্মকর্তা নেই। অনেক নামকরা স্কুলেও প্রধান শিক্ষক নেই। মাউশি থেকে মাধ্যমিক শিক্ষা বিভাগকে আলাদা করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর করা হলে শুধু এই সংকট নিরসন সম্ভব।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট