# মাসুদ রানা, পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ৫ কোটি শিশু – কিশোর পাবে টাইফয়েড টিকা। এর ধারাবাহিকতায় প্রথমবারের মতো নওগাঁর পত্নীতলা উপজেলায় সাড়ে ৫৮ হাজার শিশু- কিশোরকে বিনা মূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়,আগামী ১২ অক্টোবর থেকে পুরো উপজেলায় ২৬৫টি কেন্দ্রে মাধ্যমে প্রায় ৫৮ হাজার ৫শ ৯৭ জন শিশুকে টাইফয়েড জ্বর প্রতিরোধে বিনামূল্যে ১ ডোজ করে টিকা প্রদান করা হবে। এই টিকার আওতায় প্রাথমিক,মাধ্যমিক, কিন্ডারগার্টেন,মাদ্রাসা, এতিমখানাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এ টিকা পাবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকেও এ টিকার আওতায় আনা হবে। টিকা পাওয়ার জন্য সরকারি নির্দিষ্ট ওয়েবসাইডে গিয়ে শিশুর নিবন্ধন করতে হবে।নিবন্ধনের পর টিকা কার্ড সংগ্রহ করে নির্দিষ্ট টিকা কেন্দ্রে গেলেই পাওয়া যাবে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা। নিবন্ধন ছাড়া কোনো টিকা দেওয়া হবে না।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো.আনিছুর রহমান বলেন, এ টিকা দিলে শিশুরা টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত থাকবে। তাদের আক্রান্ত করতে পারবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, টাইফয়েড জ্বর হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি সিস্টেমিক সংক্রমণ, যা সাধারণত দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে হয়ে থাকে। এর উপসর্গ হলো দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামান্দ্য এবং কখনো কোষ্ঠকাঠিন্য, আবার কখনো ডায়রিয়া। উপসর্গগুলো প্রায়ই অস্পষ্ট থাকে এবং অনেক ক্ষেত্রে অন্য জ্বরজনিত রোগ থেকে আলাদা করা কঠিন হয়।#