# মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : নাটোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪০ বোতল মদ ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনিট ও সকাল ৬টা ৫৫ মিনিটে নাটোর সদর উপজেলার বনবেলঘরিয়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের শান্তি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ সোহেল রানা (৩৫), পিতা-মৃত কশিমুদ্দীন মন্ডল, মাতা-মোছাঃ লাইলী বেগম, সাং-উত্তর উজিরপুর (ঠকঠকিপাড়া), ডাক-বাবুপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ। মোঃ আমিন আলী (২৪), পিতা-মোঃ জামাল উদ্দিন, মাতা-মোছাঃ শাহানারা বেগম, সাং-পারচৌকা, ডাক-মনাকষা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
এসময় সোহেল রানার হেফাজত থেকে ৪০ বোতল মদ এবং আমিন আলীর কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, পুলিশ সুপার নাটোরের দিক নির্দেশনায় ডিবির চৌকস একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#