মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে এক ফ্যাসিস্ট ওসির অপকর্ম ঢাকতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের হয়রানি করতে এমন মামলা দায়ের করা হয়।
এর প্রতিবাদে আজ ৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১টায় রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে স্থানীয় সাংবাদিক সমাজ।
সাংবাদিক নেতারা বলেন, “আজ নয় তো কোনোদিন নয়—নিজের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ গড়ে তুলতে হবে। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল।”
এসময় তারা ওসির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। আয়োজন করছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।#