# ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া থানায় দায়ের করা ধর্ষণ মামলার একমাত্র আসামি মো. খোকন মিয়া (৩০) পিতা – আলী আকবর গ্রাম আদাঙ্গাপাড়া কে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে । বৃহস্পতিবার (১৪ আগষ্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা এলাকায় এস,আই আনোয়ার ( চিসতী) সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ধোবাউড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০/০৫/২৫ ইং উপজেলার গামারীতলা ইউনিয়ন আদাঙ্গা পাড়া গ্রামে এক তরুণীকে জোর করে একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত খোকন। ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন (ধোবাউড়া থানা মামলা নম্বর–০৬ পেনালকোড ৩১৩। পুলিশ পলাতক আসামিকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়।বৃহস্পতিবার রাতে গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে খোকনকে গ্রেপ্তার করা হয়।
এস, আই আনোয়ার হোসেন, ( চিসতি) জানান, ধর্ষণ মামলার আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাজিপর থেকে গ্রেপ্তার করে বিঞ্জআদালতে প্রেরণ করা হয়েছে।#