1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন বাঘা পৌর কৃষকদলের পরিচিতি সভা, উন্নয়নে কৃষকের পাশে থাকার অঙ্গিকার ভারতের দাদাগীরী আর দেখতে চাই বাংলার মানুষ:  চাঁপাইনবাবগঞ্জে মির্জা ফখরুল গঙ্গা-পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে আমরা জনগণকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তুলবঃমির্জা ফখরুল আত্রাইয়ে অধ্যক্ষ মাহবুবুল হক দুলুকে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা সাতক্ষীরার আটুলিয়ায় ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ওলামা সম্মেলন আদর্শ মানুষ গড়ার চাবিকাঠি: ‘আপনা আচরি ধর্ম অন্যরে শেখাও’ আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত স্বপ্নচূড়া যুব সংগঠন এর পক্ষ থেকে নবনিযুক্ত বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা তানোরে ২৫তম ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ চ্যাম্পিয়ন মোহনপুর 

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : “ক্রিয়া শক্তি, ক্রিয়া বল—মাদক ছেড়ে মাঠে চল”—এই প্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে সমাপ্ত হলো রাজশাহীর বহুল প্রতীক্ষিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫।

চূড়ান্ত পর্বে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হয়েছিল মোহনপুর উপজেলা বনাম পুঠিয়া উপজেলা। নির্ধারিত সময় শেষে ট্রাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে মোহনপুর উপজেলা টুর্ণামেন্ট  শিরোপা অর্জন করে। ২১ জুলাই (সোমবার) বিকেল ৩:৩০টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মাধ্যমে খেলা শুরু হয়। পুরো স্টেডিয়ামজুড়ে দর্শকদের উচ্ছ্বাস আর ক্রীড়াপ্রেমিকদের প্রাণবন্ত উপস্থিতিতে ফুটে উঠেছিল খেলার এক অনন্য আবহ।

প্রথমার্ধে মোহনপুর ১-০ গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ফিরে এসে গোল পরিশোধ করে সমতায় ফিরে পুঠিয়া। নির্ধারিত সময় শেষে ট্রাইব্রেকারেই নির্ধারিত হয় বিজয়ী। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পুঠিয়া উপজেলার প্রতিভাবান ও কৌশলী খেলোয়াড় প্রনয় মারান্ডি। খেলা শেষে শুরু হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (রাজশাহী) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার),  উপ-মহাপুলিশ পরিদর্শক, রাজশাহী রেঞ্জ মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ফারজানা ইসলাম, পুলিশ সুপার।

রাজশাহী প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, “ফুটবল শুধু খেলা নয়, এটি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার একটি কার্যকর হাতিয়ার। খেলাধুলায় মনোযোগী হলে একজন যুবক যেমন সুস্থ থাকে, তেমনি গোটা সমাজ হয় নিরাপদ ও প্রগতিশীল।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, “এই টুর্ণামেন্ট আমাদের তরুণ সমাজের মধ্যে শৃঙ্খলা, একতা ও সম্মিলিত প্রচেষ্টার মূল্যবোধ তৈরি করছে। রাজশাহীর প্রতিটি উপজেলা থেকে এই আয়োজন যেভাবে সাড়া পেয়েছে, তাতে আমরা আশাবাদী যে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।” তিনি অভিভাবক, শিক্ষক ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে ধন্যবাদ জানান। এই আয়োজন রাজশাহীর ক্রীড়াঙ্গনে যেমন প্রাণ ফিরিয়ে এনেছে, তেমনি তরুণদের মধ্যে জাগিয়েছে নেতৃত্ব, প্রতিযোগিতা এবং আত্মবিশ্বাসের নতুন আলো।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট