স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ২০২৫ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পুঠিয়া পিএন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। এই ম্যাচে স্বাগতিক পুঠিয়ার মুখোমুখি হয় চারঘাট উপজেলা। ম্যাচের নির্ধারিত সময়ে ৫-০ গোলে জয়লাভ করে স্বাগতিক পুঠিয়া।
বৈরি আবহাওয়ার মধ্যেও দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এই টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা টিম ও রাজশাহী সিটি করপোরেশনের ১ টি টিমসহ মোট ১০ টি দল অংশগ্রহণ করছে। পর্যায়ক্রমে তিনটি ভেন্যুতে যথাক্রমে পুঠিয়া,মোহনপুর, রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে এই খেলাগুলো অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সদস্য ও উক্ত টুর্নামেন্টের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান রতন, ভেন্যু প্রস্তুত উপকমিটির আহ্বায়ক ডালিম হোসেন শান্ত, সদস্য মেহেদী হাসান পুলক, পুঠিয়া উপজেলার ওসি কবির হোসেন প্রমুখ।#