1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫ দফা দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষক কর্মকর্তাদের চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর অভিযানে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো চার  বাড়ি,ক্ষতি ১৫ লক্ষাধিক টাকা গোদাগাড়ীতে থানা পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারি গ্রেফতার শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বাঘায় মত বিনিমিয় সভায় চলনবিলের ঐতিহ্য রক্ষায়- ঝুঁকি ও বিকল্প পরিকল্পনায় রবীন্দ্র বিশ্ব বিদ্যালয় নির্মাণের দাবি বাঘায় টাইফয়েড টিকাদান ওরিয়েন্টেশন সভা, প্রায় ৪৭ হাজার শিশুকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে নাটোরে ডিবি পুলিশের অভিযানে মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোরে গেটকা প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন, জেন্ডার অন্তর্ভুক্তি ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ক ওরিয়েন্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়কে ‌‘জুলাই প্রজন্মের বিজয়’ বললেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ‎

আনন্দ করে ট্রাকে গরু নিয়ে যাচ্ছিলেন ঢাকায়, পেছনের ট্রাকের ধাক্কায় পরিণত হলো বিষাদে

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: আনন্দ নিয়ে নিজের পালন করা গরু ঢাকার মোহাম্মদপুরে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন। একই দিকে যাওয়া একটি ট্রাক সেই আনন্দকে পরিণত করে দিল বিষাদে। সেই ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন গরু বোঝাই ট্রাকে থাকা ১জন গরু বিক্রেতা। আহত হয়েছেন চালক সহ তিনজন।

নিহত কহিনুর শেখ বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নীচ পলাশী ফতেপুর গ্রামের  আজিমুদ্দিন শেখের ছেলে। পেশায় তিনি নিবন্ধীত জেলে। শনিবার (৩১ মে’২৫) দিবাগত রাত সোয়া ১টার সময় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ঢাকাগামী সার্ভিস লেন এলাকায় ঘটনা ঘটে। রোববার (১জুন’২৫) দুপুর ১টায় মরদেহ নিজ গ্রামে এনে এইদিন ৩ টায় জানাজার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহতের আত্নীয় দুলাল হোসেন মরদেহ নিজ গ্রামে এনে দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানায়, গরু ও সবজি মালিককে বুঝে দিয়ে ট্রাক দুটি থানা হেফাজতে রাখা হয়েছে।

জানা যায়,ঈদুল আজহা সামনে রেখে ট্রাকে(ঢাকা মেট্রো-১৬-৭৬৪০) করে কোরবানির গরু বিক্রির উদ্দেশ্য ঢাকার মোহাম্মদপুরে যাচ্ছিলেন, রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নীচ পলাশি গ্রামের কহিনুর সেখসহ কয়েকজন। ট্রাকটি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ঢাকাগামী সার্ভিস লেনে পাকিং করাকালিন সময়ে একই দিকে যাওয়া বেপরোয়াগতির সবজি বোঝাই ট্রাক(ঢাকা মেট্রো-১২-১৩১৩) পেছন থেকে সজোরে ধাক্কা দিলে পাকিং গরু বোঝাই ট্রাকটির পেছনের ডালা ভেঙে বুকে আঘাতপ্রাপ্ত হন কহিনুর সেখ। তাকে উদ্ধার করে কুমুদিয়া মেডিকেল হাসাপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে কহিনুর সেখকে মৃত ঘোষণা করেন।

কহিনুর শেখের সাথে থাকা মোবারক হোসেন (৫৫) জানান, শনিবার রাত পৌণে ৭ টায় ককেজন মিলে নিজের পালন করা গরু বিক্রির জন্য বাঘা উপজেলার শিমুলতলা এলাকা থেকে ট্রাকে করে ঢাকার মোহাম্মদপুরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। ট্রাকটি ঢাকাগামী সার্ভিস লেনে পাকিং করে দাড়িয়ে ছিল। পেছনে ছিলাম আমিসহ দেলোয়ার হোসেন, কোহিনুর শেখ ও তার ছেলে আরিফুল। এসময় একই দিকে যাওয়া বেপরোয়া গতির সবজি বোঝাই ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে গরু বোঝাই ট্রাকটির পেছনের ডালা ভেঙে কহিনুরের বুকে লেগে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমি ও দোলোয়ার সহ ট্রাক চালক প্রাথমিক চিকিৎসা নিয়েছি। পরে অন্য ট্রাক ভাড়া করে বিক্রির জন্য গরু ঢাকা পাঠানো হয়েছে।

গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) শাহ আলম জানান, গরু বোঝাই ট্রাকটি অবৈধ পাকিং করা ছিল। এসময় একই দিকে যাওয়া বেপরোয়া গতির অপর ট্রাকটি ধাক্কা দেওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। কোন অভিযোগ না করায় কোহিনুর শেখের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাক দুটি থানা নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট