1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
৫ দফা দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষক কর্মকর্তাদের চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর অভিযানে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো চার  বাড়ি,ক্ষতি ১৫ লক্ষাধিক টাকা গোদাগাড়ীতে থানা পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারি গ্রেফতার শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বাঘায় মত বিনিমিয় সভায় চলনবিলের ঐতিহ্য রক্ষায়- ঝুঁকি ও বিকল্প পরিকল্পনায় রবীন্দ্র বিশ্ব বিদ্যালয় নির্মাণের দাবি বাঘায় টাইফয়েড টিকাদান ওরিয়েন্টেশন সভা, প্রায় ৪৭ হাজার শিশুকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে নাটোরে ডিবি পুলিশের অভিযানে মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোরে গেটকা প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন, জেন্ডার অন্তর্ভুক্তি ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ক ওরিয়েন্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়কে ‌‘জুলাই প্রজন্মের বিজয়’ বললেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ‎

পদ্মা সেতু দক্ষিণে ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা, তানোরের আশিকুর গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি :

পদ্মা সেতু দক্ষিণ এলাকায় র্যাব সদস্য সেজে প্রতারণার চেষ্টাকালে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, ওয়াকি-টকি ও ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ মে) সকালে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের পাচ্চর মোল্লা বাজার সংলগ্ন আন্ডারপাসের কাছে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম মো. আশিকুর রহমান (৩২)। তিনি রাজশাহীর তানোর থানার মালশিরা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পদ্মা সেতু দক্ষিণ থানার হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শিবচর হাইওয়ে পুলিশের নিয়মিত চেকপোস্টে একটি মাইক্রোবাস থামানোর নির্দেশ দিলে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি নিজেকে র্যাব সদস্য পরিচয় দেন। কোমরে পিস্তল ও হাতে ওয়াকি-টকি থাকা অবস্থায় তিনি দাবি করেন, গাড়িতে এক আসামি রয়েছে এবং তিনি র্যাবের দায়িত্বে আছেন। তিনি একটি র্যাবের পরিচয়পত্রও প্রদর্শন করেন। তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ সদস্যরা পরিচয়পত্র যাচাই শুরু করেন। প্রাথমিকভাবে সেটি ভুয়া মনে হওয়ায় পুলিশ তাকে আটক করতে গেলে মাইক্রোবাসে থাকা অন্য পাঁচজন দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে ওই ভুয়া র্যাব সদস্যকে ঘটনাস্থলেই আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আশিকুর রহমান স্বীকার করেন, তিনি আগে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, তবে বর্তমানে বরখাস্ত হয়েছেন এবং এখন আর কোনো সরকারি বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নন।

পুলিশ জানায়, পালিয়ে যাওয়া মাইক্রোবাসে ছিলেন জুয়েল (৩৮), ড্রাইভার রাসেল (৪০), হাসান (২৮), জাহাঙ্গীর (৩৫) ও রফিকুল (২৮)। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি ধাতব খেলনা পিস্তল, একটি ওয়াকি-টকি, দুটি ভুয়া আইডি কার্ড, একটি ঘড়ি, একটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার টাকা।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন জানান, সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া এক ব্যক্তি ভুয়া র্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা করছিল। পুলিশের সতর্কতায় তিনি ধরা পড়েছেন। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট