1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
গাইবান্ধায় সাংবাদিক সুমার নির্যাতন মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বিএনপির মঞ্চে শ্রমিক লীগ নেতা! রাজশাহীতে তৃণমূলে ক্ষোভের বিস্ফোরণ সুন্দরগঞ্জ উপজেলার ৭ নং রামজীবন ওয়ার্ড মেম্বর মোছাঃ জরিনা বেগম বিরুদ্ধে  অনিয়মের অভিযোগ আত্রাইয়ে বিএনপি‘র ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনকে ২ বছর  কারাদণ্ড ও অর্থদণ্ড এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯৬ এরমধ্যেও ৮০ জন জিপিএ -৫ প্রাপ্ত আত্রাইয়ে একরাতে একই সময়ে মিটার বক্স ভেঙে দু’টি মিটার চুরি রাজশাহী পুলিশ কমিশনারের পক্ষ থেকে এসএসসি-২০২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাগমারায় ড. মুহাম্মদ আবদুল মুমীত এঁর “ঘটনাবহুল ৩৬ জুলাই” গ্রন্থের মোড়ক উন্মোচন  তানোরে আতঙ্কের নাম ‘রাসেল ভাইপার’ উপস্বাস্থ্যকেন্দ্রে নেই প্রতিষেধক, কৃষকদের জীবনে ঝুঁকি

পঞ্চগড়ে ফসলি জমি কেটে বালি পাথর উত্তোলন, ভ্রাম্যমান আদালতে ১জনের  জেল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধিঃ মঙ্গলবার (২০) মে পঞ্চগড়ের সদর উপজেলায় ফসলি জমির মাটি কেটে পাথর,বালু উত্তোলনের সময় ও পরিবহন করায় উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় ইয়াকুব আলী (৬৯) নামে এক ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী।

এসময় বালি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের ব্যাটারী জব্দ করে ও কারাদণ্ড প্রাপ্ত ইয়াকুব আলীকে পুলিশে সোপর্দ করে জেলহাজতে প্রেরণ করা হয়।

জানা যায় ইয়াকুব আলীর বাড়ি সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের প্রধানপাড়া এলাকায়। তিনি বালি ও পাথর ব্যবসার সাথে জড়িত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইয়াকুব আলী উপজেলার সাতমেরা ইউনিয়নের মাঝিপাড়া সেতুর পাশে ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বালি, পাথর উত্তোলন ও পরিবহন করছিলেন পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী।

এসময় এঘটনায় জড়িত বালি ও পাথর ব্যবসায়ী ইয়াকুব আলীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে, ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে মাটি বালি ও পাথর উত্তোলন এবং পরিবহনের সাথে জড়িত শ্রমিকেরা তাদের বেলচা সহ সরঞ্জামাদি নিয়ে পালিয়ে যান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী বলেন, ফসলি জমির মাটি কেটে বালি ও পাথর অবৈধভাবে উত্তোলন এবং পরিবহন করা হচ্ছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। পরে এঘটনায় জড়িত একজনকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী এবং পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এস আই) হাফিজুর রহমান সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট