1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
অভয়নগরে রাতের আঁধারে দুর্বৃত্তরা কৃষকের কলাগাছ কেটে সাবাড় করলো  ইরানের সঙ্গে চুক্তির পথে যুক্তরাষ্ট্র: ট্রাম্প লালমনিরহাট বাজারে সীমিত আকারে লিচু সরবরাহ শুরু, তবে দাম অনেক বেশি টেকনাফে যৌথ অভিযানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড কুষ্টিয়ায় বজ্রপাতে কলেজছাত্র নিহত খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অবশেষে দ্রুতগতিতে নির্মাণ কাজ শেষ করে উদ্বোধনের অপেক্ষায় “ভোলাহাট ফিলিং স্টেশন” নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে : ডিএমপি কমিশনার রংপুরের বদরগঞ্জে অর্ধগলিত নারীর লাশ উদ্ধার আত্রাইয়ে কালভার্ট ভেঙে চার গ্রামের মানুষের ভোগান্তি

ইরানের সঙ্গে চুক্তির পথে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
সবুজনগর অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এমন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে, যাতে তাদের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন পড়বে না। তার এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।

আবুধাবি থেকে এএফপি জানায়, উপসাগরীয় তিন দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের শেষ প্রান্তে এসে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘আমরা ইরানে কোনো ধ্বংসযজ্ঞ ঘটাতে যাচ্ছি না। আমার ধারণা, আমরা এমন একটি চুক্তির খুব কাছাকাছি, যেখানে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হবে না।’

তিনি জানান, সফরকালে তিনি ট্রিলিয়ন ডলারের চুক্তি করেছেন এবং আরও বিলিয়ন ডলারের চুক্তি হবে বলে আশা করছেন।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে ইরানের সঙ্গে চার দফা আলোচনা হয়েছে। আলোচনা একদিকে যেমন ইসরাইলকে সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখার চেষ্টা, তেমনি ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ নীতির অংশ।

ট্রাম্প বলেন, ‘আজ আপনারা হয়ত দেখেছেন, ইরান প্রায় সব শর্তই মেনে নিচ্ছে।’

তবে বিস্তারিত কিছু না জানালেও এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি শামখানি বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তেহরান তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তুলে নিতে রাজি।

ট্রাম্প আরও জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির অনুরোধেই তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছেন। ‘ইরাননের কাতারের আমিরকে ধন্যবাদ জানানো উচিত,: বলেন তিনি।

আবুধাবিতে প্রযুক্তি চুক্তির আভাস

প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আবুধাবিতে পৌঁছলে ট্রাম্পকে স্বাগত জানান। স্থানীয় শিশুরা তাকে পতাকা হাতে বরণ করে এবং ঐতিহ্যবাহী নৃত্যে তাকে অভ্যর্থনা জানায়। পরে ট্রাম্প শেখ জায়েদ মসজিদ পরিদর্শন করেন।

সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক দ্য ন্যাশনাল জানিয়েছে, সফরকালে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি বিষয়ে একটি অংশীদারিত্ব চুক্তি চূড়ান্ত হতে পারে।

তেলের ওপর নির্ভরশীলতা কমাতে আমিরাত প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। তবে এই খাতে অগ্রসর হতে হলে মার্কিন উন্নত প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার নিষিদ্ধঘোষিত চিপস প্রয়োজন, যা পেতে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের ভাই শেখ তাহনুন মার্চে ওয়াশিংটন সফর করেন।

দুই দিন আগে ট্রাম্প প্রশাসন চীনের ওপর আরোপিত কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।

ট্রাম্প জানান, তার এই সফর থেকে ৩.৫ থেকে ৪ ট্রিলিয়ন ডলারের চুক্তি হতে পারে। এর মধ্যে কাতার এয়ারওয়েজের সঙ্গে ২০০ বিলিয়ন ডলারের বোয়িং চুক্তি এবং সৌদি আরবের সঙ্গে ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত।

বিতর্কিত উপহার ও মানবাধিকার ইস্যু

সফরকালে উপসাগরীয় নেতাদের উদারতায় বিতর্ক তৈরি হয়েছে। কাতার ট্রাম্পকে একটি বিলাসবহুল বিমান ব্যবহারের অনুমতি দিয়েছে, যা তিনি রাষ্ট্রীয় কাজ ছাড়াও ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন। ডেমোক্র্যাটদের অনেকে একে ‘দুর্নীতির স্পষ্ট উদাহরণ’ হিসেবে অভিহিত করেছেন।

এদিকে সফরের পুরো সময়জুড়ে ট্রাম্প মানবাধিকার নিয়ে কোনো মন্তব্য করেননি।

২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে অভিযুক্ত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রশংসায় ভাসিয়ে ট্রাম্প বলেন, ‘তিনি একজন দূরদর্শী নেতা।’

সফরকালে ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণাও দেন। এর কিছুদিন আগে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পদত্যাগ করেন।

রিয়াদে তিনি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্র ও সিরিয়ার রাষ্ট্রপ্রধানদের মধ্যে এটি ছিল ২৫ বছরের মধ্যে প্রথম সাক্ষাৎ।

এক সময় যুক্তরাষ্ট্রের ‘ওয়ান্টেড ব্যক্তিদের’ তালিকায় থাকা সাবেক জিহাদি আল-শারা বৈঠকে স্যুট পরে হাজির হন। ট্রাম্প তাকে ‘যুবক ও আকর্ষণীয়’ বলে মন্তব্য করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট