আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি: আজ চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর, মোবারকপুর, মনাকষা, দুর্লভপুর, পাঁকা, চককির্তী ও দাইপুকুরিয়া ইউনিয়নের ১৭ টি অগ্নিসংযোগের কারণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা হারে ও ২টি সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা হারে মোট ১৯টি পরিবারকে ১৭৭,৫০০/- (এক লাখ সাত্তার হাজার পাঁচশত) টাকা আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের গুলোর মাঝে চেক প্রদান করেন, মো. আজহার আলী, উপজেলা নিবার্হী অফিসার; শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা; শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
ইউএনও আজহার আলী বলেন, শিবগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও সড়ক দুর্ঘটনায় নিহত মোট ১৯টি পরিবারকে আমরা দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এই আর্থিক সহযোগিতার চেক তুলে দিয়েছি। এই সহযোগিতা পেয়ে তারা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে বলে আমি বিশ্বাস করি। উপজেলা প্রশাসন জনগণের সেবায় সদাসর্বদা প্রস্তুত ও বদ্ধপরিকর।#