1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১১ মে ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
উপ সম্পাদকীয়: বাঁধ নিয়ে আতঙ্ক: নির্ঘুম সাতক্ষীরার উপকূলীয় জনপদ পাবনায় গোরস্থান কমিটির ‘সভাপতি’ পদে নির্বাচন ২৪ মে রূপসায় রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় সমাপনী দিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজশাহী ১ আসনে তারেকের উপরই তৃনমুলের আস্থা, বাড়ছে জনপ্রিয়তা তানোরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন ময়মনসিংহের ধোবাউড়ায় ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার আত্রাইয়ে গাছে গাছে ঝুলছে জাতীয় ফল কাঁঠাল রূপসায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গৃহকর্মী কে উপজেলা প্রশাসনের ঢেউটিন ও নগদ অর্থ প্রদান আত্নগোপনে থাকা বাঘা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  বিপ্লব গ্রেপ্তার ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার নিয়ামতপুর ছাত্রলীগ নেত

আত্নগোপনে থাকা বাঘা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  বিপ্লব গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি:                                                                                        চলমান চার মামলায় রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব(৩২) কে গ্রেপ্তার করেছে  পুলিশ। শনিবার (১০ মে’২৫) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আগের দিন শুক্রবার (৯ মে)রাত ৮টায় উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতনশী এলাকার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে । বিপ্লব ওই গ্ৰামের মহসিন আলীর জামাতা এবং বাঘা পৌরসভার মিলিক বাঘা (পন্ডিত পাড়া )গ্ৰামের বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ , ককটেল বিস্ফোরণ,হামলা, ভাঙচুর, চাঁদা দাবি,মারধর সহ বিভিন্ন অভিযোগে বিএনপির দায়ের করা চারটি মামলা হয়েছে। এসব মামলা দায়েরের পর থেকে আত্বামগোপনে চলে যায়  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব।

মামলার তদন্তকারী অফিসার এসআই সিফাত রেজা জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব এর বিরুদ্ধে বিএনপির দায়ের করা চার মামলা সহ সাতটি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র ও মাদক মামলা রয়েছে ওই  নেতার বিরুদ্ধে। রিমান্ড এর আবেদনের বিষয়ে জানতে চাইলে বলেন, প্রয়োজন হলে চাইবেন।

বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান জানান, স্বেচ্ছাসেবক লীগের পদ পাওয়ার আগেই তার বিরুদ্ধে অস্ত্র, মাদক মামলা হয়েছে। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আস্থাভাজন হয়ে পদ বাগিয়ে নেয়। ক্ষমতার অপব্যবহার করে বেশ দাপটেই চলেছেন।

তিনি বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কারাগারে থাকাকালীন সময়ে তার মুক্তির পোষ্টার সাঁটানোর সময় বিপ্লব সহ আওয়ামী লীগের পদধারি নেতা সামিউল ইসলাম নয়ন, আনোয়ার হোসেন মিল্টন ও তার সঙ্গীরা আমাকেসহ পোষ্টার সাঁটানোর কাজে যারা ছিল তাদের মারপিট করে পোষ্টার সাঁটাতে দেয়নি। পরে তারা পুলিশ ডেকে ধরিয়ে দেয় এবং মামলা করে।  পুলিশ সত্য বিষয়টি জেনেও মামলায় কারাগারে পাঠায়।

অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন,আত্ন গোপনে  থেকে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে আসছিল। এমন খবরে অভিযান চালিয়ে গ্ৰেপ্তার করা হয়েছে । শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট