# ধোবাউড়া ,(ময়মনসিংহ) প্রতিনিধি: ধোবাউড়া উপজেলার মেকিয়ারকান্দা বালুয়াকান্দা বালুয়াপাড়া এলাকা থেকে ৩ বোতল বিদেশি ব্র্যান্ডের মদ ও প্রাইভেটকারসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ধোবাউড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- রিফাত (২৪) কানন (৩০) আহাদ (২৪) দিপু( ১৯) এমদাদ(২৭) আলম( ৪০) সর্বসাং কাইচান ভালুকা। বৃহস্পতিবার (০৮ -২০২৫খ্রি.) রাত ১ টার দিগে গোপন সংবাদের ভিত্তিতে মেকিয়ারকান্দা বালুয়াকান্দা মোড় হতে প্রাইভেটকার ও বিদেশি মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
ধোবাউড়া থানা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে, খবর পায় একটি সিলবার কালারের প্রাইভেটকার মুন্সিরহাটের দিগে আসতেছে তাৎক্ষনিক ওসি আল মামুন সরকারের দিক নির্দেশনায় এস আই মো: ছলিম সহ সঙ্গীয় ফোর্স পেছন থেকে ধাওয়া করে মেকিয়ারকান্দা বালুয়াপাড়া এলাকায় তাদের গ্রেপ্তার করে।পরে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, মাদকের ব্যাপারে কোন ছাড় নাই এমন অভিযান অব্যহত থাকবে।#