1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে চায়না প্রজেক্টে শ্রমিক অসন্তোষ: ৯ দফা দাবিতে কর্মবিরতি ও মহাসড়ক অবরোধ  রেলওয়েকে আধুনিকায়ন করতে হবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন নওগাঁর আত্রাইয়ে রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সংবর্ধনা ক্ষমতায় আসলে শিক্ষার মান উন্নয়নে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে: জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৮ম খেলা অনুষ্ঠিত বাঘায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস’২৫ পালিত দর্শন ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাঘায় রোকেয়া দিবস পালন, চার জয়িতা নারী পেলো রোকেয়া সন্মাননা ক্রেস্ট ও সনদ চাঁপাইনবাবগঞ্জে পৃথক  সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক সারিয়াকান্দিতে উপজেলা বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

বরগুনায় বাব ছেলের নামে ফেসবুকে মিথ্যা মানহানিকর পোস্ট দেওয়ায় সাইবার ট্রাইব্যুনালে মামলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিনিধি, বরগুনা:

বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের মো: দেলোয়ার হোসেন (৫২) নামে এক ব্যক্তি ফেসবুকে মিথ্যা ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। মামলার নম্বর সাইবার পিটিশন মামলা নং ৭৬/২০২৫।

এতে প্রধান আসামী করা হয়েছে মো: জহিরুল মল্লিক (২৫), পিতা মো: আমিনুল ইসলাম ওরফে ইউনুস মল্লিককে। দ্বিতীয় আসামী হিসেবে রয়েছেন তার বাবা মো: আমিনুল ইসলাম ইউনুস মল্লিক (৫৪), যিনি ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির নামে মিথ্যা ও বানোয়াট পোস্ট প্রকাশ করেন জহিরুল মল্লিক। উক্ত পোস্টটি পরে তার বাবা ইউনুস মল্লিক নিজ প্রোফাইল থেকে শেয়ার করেন। ভুক্তভোগী আনোয়ার বর্তমানে রেলওয়ের একজন কর্মচারী।

উল্লেখ্য, আনোয়ার একজন মুক্তিযোদ্ধা সন্তান। তিনি স্থানীয়ভাবে একজন সুনামধন্য ব্যক্তি হিসেবে পরিচিত। তার ভাই দেলোয়ার হোসেন এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাইবার আইনে মামলা দায়ের করেন। এজাহারে আরও বলা হয়, আসামিরা দীর্ঘদিন যাবত এলাকার বিভিন্ন অপকর্মে জড়িত। তাদের বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার একাধিক অভিযোগ। এরা এলাকার চিহ্নিত সাইবার সন্ত্রাসী ও প্রতারক বলেও উল্লেখ করা হয়েছে।

বাদির দাবি, আসামিদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তারা প্রভাব বিস্তার করে যাচ্ছে এবং এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করছে। এছাড়াও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্ব থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল, যা স্থানীয় থানার মাধ্যমে শালিস প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও, আসামি পক্ষের গড়িমসিতে তা সম্ভব হয়নি।

মামলার আবেদনপত্রে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৫(২), ২৬(২), ২৯, ৩১(২) ও ৩৩(২) ধারায় আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। একইসাথে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ করা হয়েছে। বরিশালের বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট