# মাসুদ রানা পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রক্তদান মানব কল্যাণ সংস্থার আয়োজনে মুগ্ধ স্কয়ার কমিউনিটি সেন্টারে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এ জেড মিজানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাইজিদ রায়হান শাহিন, ধামইরহাট উপজেলা বিএনপিনেতা হানজালা,পত্নীতলা উপজেলা কৃষকদলের নেতা কামাল হোসেন ,বিএনপি নেতা সাদেকুল বারি।
এ সময় উপস্থিত ছিলেন তুহিন, বিপ্লব সহ স্থানীয় ব্যবসায়ী, সমাজ সেবক এবং থ্যালাসেমিয়া রোগী ও রোগীর অভিভাবকগণ প্রমূখ।
এ জেড মিজান বলেন, থ্যালাসেমিয়া এক ধরনের রক্ত শূন্যতাজনিত মারাত্মক রোগ। থ্যালাসেমিয়া রোগীদের দেহে স্বাভাবিক ভাবে রক্তের লোহিত কণিকা তৈরি হলেও পরিপক্ব হতে পারেনা। সচেতনতা বৃদ্ধির ফলে এই রোগ কিছুটা প্রতিরোধ করা সম্ভব। রক্তদান মানব কল্যাণ সংস্থার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের রক্তদান করা হচ্ছে এবং এই সোবা অব্যাহত থাকবে আজীবন।
আলোচনা শেষে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুদের রক্ত দেওয়া হয়। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এর তথ্যমতে দেশে প্রতিদিন অন্তত ২০টি শিশুর জন্ম হচ্ছে থ্যালাসেমিয়া রোগ নিয়ে। গত এক দশক আগে এ সংখ্যা ছিল ১০টির নিচে। রক্তরোগ বিশেষজ্ঞরা বলছেন, এ রোগ নিয়ে তেমন জনসচেতনতা না থাকায় রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। দেশের প্রায় ১ কোটি ৮২ লাখ মানুষ থ্যালাসেমিয়ার বাহক। তাঁরা বলছেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে দুই বাহকের মধ্যে বিয়ে বন্ধ করাই একমাত্র উপায়।
থ্যালাসিমিয়া রোগ এবং এর প্রতিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর ৮ মে ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস’ পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি’।#