1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১০ মে ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শশুর বাড়িতে জামাইয়ের মর্মান্তিক মৃত্যু রাজশাহী ১ আসনের সাবেক এমপি ফারুক চৌধুরীর বডিগার্ড গ্রেপ্তার বিএনপি নেতার বাড়ি থেকে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ট্রেনিং এর সমাপনী পাবনায় বিস্ফোরক মামলায় রবিউল ইসলাম রাসেলসহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের ৯ জনকে আটক   ধোবাউড়ায় ৩ বোতল বিদেশী ব্র‍্যান্ডের মদ ও প্রাইভেটকারসহ ছয় মাদক কারবারি গ্রেফতার  গোদাগাড়ীর পাকড়ীতে জামাতের সেক্রেটারির কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে মারধর বরগুনায় বাব ছেলের নামে ফেসবুকে মিথ্যা মানহানিকর পোস্ট দেওয়ায় সাইবার ট্রাইব্যুনালে মামলা উত্তরায় সাংবাদিক কে অপহরণের ঘটনায় ১ নারী গ্রেফতার  দেবীগঞ্জে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে জোর করে মাটি কাটা ও জমি দখলের অভিযোগ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা প্রতিনিধিঃ                          সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের মৃত জবেদ আলী মোল্লার মেঝো ছেলে মোঃ রজব আলী মোল্লার পুকুর থেকে জোর পুর্বক মাটি কেটে মোঃ রজব আলীর জমিতে ফেলে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে মৃতঃ জবেদ আলীর দ্বিতীয় পক্ষের ছেলে ও নাতিদের বিরুদ্ধে।

ঘটনার বিবরণ শুনে, থানা ও আদালতের নথিপত্র দেখে বোঝা যায় যে, ২০১৫ সাল থেকে মামলা চলমান রয়েছে মৃত জবেদ আলী মোল্লার দুই পক্ষের ছেলেদের মধ্যে। “শাহাজাদপুর সিনিয়র সহকারী জজ আদালত” দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর ৫৪ ধারানুযায়ী পার্টিশন স্যুট(১০৬/২০১৫) চলমান রয়েছে। ঘটনার বিবরণে জানা যায় যে, দুই দাগে মোট চৌদ্দ শতাংশ (জোলা ও বাড়ী) জমি নিয়ে মোকদ্দমা চলমান রয়েছে। গত শনিবার (৩রা মে ২০২৫) থেকে ছানোয়ার হোসেন ছানো,ছাউদ,খোকনের অপর পাঁচ জন শ্রমিকসহ মোট মাটি কাটে সে সময় মোঃ রজব আলী মোল্লা বাধা দিয়ে দিতে গেলে তাকে ছানো , ছাউদ,খোকনেরা হুমকি-ধামকি ভয়-ভীতি প্রদর্শন করে।

উল্লেখ্য মোঃ রজব আলী মোল্লার পাঁচ ছেলের মধ্যে তিনজন মালায়এশিয়া প্রবাসী, একজন ঢাকায় অবস্থান করেন। ছোট ছেলে আসাদুল ইসলাম(১৯)বাড়ীতে পিতার সাথে অবস্থান করে। ছয় কন্যা সন্তানের এর মধ্যে তিনজন স্বামীর সংসারে এবং ছোট তিনজনের একজন এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চাকুরী করেন ও অপর দুইজন নাবালিকা বাড়ীতে অবস্থান করে। মোঃ রজব আলী বৈমাত্রেয় ভাইয়েরা সব সময় হুমকি ধামকি দিয়ে নিরীহ রজব আলী মোল্লা ও নাবালক সন্তানদের ভীত সন্তোস্ত করে রাখে সারাক্ষণ। বাড়ীর পাশে সব সময় ছানো গং এর কেউ না কেউ লাঠি সোঠা নিয়ে ইশারা ইঙ্গিতে আক্রমণ করার ভঙ্গিমা প্রদর্শন করে।

“বিজ্ঞ শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালত” মোঃ রজব আলী মোল্লার আবেদন ক্রমে ৩০-১১-২০১৬ তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দান করেন। ইতিপূর্বে অসংখ্য ঝামেলা করেছে। ভায়োলেশন মামলাও হয়েছে। রজব আলী মোল্লার জায়গা দখল করে ছানোয়ার গং ঘর তুলেছে। কিন্তু দেওয়ানী মোকদ্দমা চলমান থাকার পরেও ছানো গং আদালতের নিষেধাজ্ঞার আদেশ তোয়াক্কা না করেই গত শনিবার থেকে (০৩-০৫-২০২৫ ইং তারিখ থেকে ০৭-০৫-২০২৫ ইং তারিখ পর্যন্ত) বুধবার পর্যন্ত পাঁচ দিন জোর জবরদস্তি করে মাটি কেটে নিয়ে যায়।Open photo

শাহজাদপুর পুর থানায় শনিবার (০৩-০৫-২০২৫) অভিযোগ দায়ের করা হলে থানা থেকে এসআই ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেন।

০৪-০৫-২০২৫ তারিখে আবারও জোর পূর্বক মাটি কাটতে গেলে ৯৯৯এ কল দেওয়ার পর পুলিশ কর্মকর্তা এরশাদ আসেন। ০৫-০৫-২০২৫ তারিখে আবারও জোর পূর্বক মাটি কাটতে শুরু করলে ৯৯৯ এ কল করলে পুলিশ কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন আসেন। উপরোল্লিখিত তিনজন কর্মকর্তাই ছানোয়ার হোসেন ছানো গং দেরকে বুঝিয়ে বলেন যে, এখানে মাটি কাটা যাবেনা। আপনারা এখানে মাটি কাটতে পারেন না। এই জায়গা নিয়ে বাটোয়ারা মামলা চলমান রয়েছে এবং এই জায়গার উপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বলবৎ রয়েছে। তখন ছানো গং মাটি কাটা বাদ দিয়ে চলে যায়। পুলিশ চলে গেলে আবারও লোকজন নিয়ে তারা পুরো দস্তুর মাটি কাটা শুরু করে ও সেই মাটি মোঃ রজব আলী মোল্লার জমিতে ফেলে জমি দখলের জন্য জোর জবরদস্তি করছে। এমতাবস্থায় পার্টিশন স্যুট মোকদ্দমার বাদী নিরীহ মোঃ রজব আলী ভয়ে ভীত সন্তোস্ত ও দিশেহারা।

০৩ মে-২০২৫ তারিখে আবেদনকৃত অভিযোগ অনুযায়ী কতটা অগ্রগতি বাস্তবায়িত হচ্ছে তাও তিনি জানেন না। ইতিপূর্বে অসংখ্যবার গ্রাম্য সালিশ, থানায়, ইউনিয়ন পরিষদে সালিস হয়েছে কিন্তু সে সালিসের সিদ্ধান্ত ছানোয়ার হোসেন ছানো গং মান্য করেনি। ২০১৫ সাল থেকেই ছানো গং আইনের প্রতি কোন তোয়াক্কা প্রদর্শন করেন নাই। দেশের বিরাজমান পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট