নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
শাপলা গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রশিবির। গতকাল সোমবার সকালে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সংগঠনটির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভ‚ঁইয়া। ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সভাপতি মোহা. শামীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দপ্তরা সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভ‚ঁইয়া বলেন, বাংলাদেশের বিপ্লব হয়েছে গত বছরেরর ৫ আগস্ট। বিপ্লব পরবর্তী ৯ মাস পার হয়ে গেলেও এখনো খুনিদের কোন বিচার হয়নি। ২০১৩ সালের নাস্তিক বøগার কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার প্রতিবাদে শাপলা চত্বরে তৌহিদী জনতা সমাবেশের আয়োজন করেন।
সমাবেশ কর্মসূচি স্বৈরাচার হাসিনা সহ্য করতে না পেরে ইসলামপ্রেমী মুসল্লিদের ওপর দিনের বেলায় আক্রমণ করে ১১ জন ধর্মপ্রাণ মুসল্লীকে শহীদ করেন। কিন্তু এখনও এর বিচার হয়নি। অতি দ্রæত সময়ের মধ্যে ওই হত্যাকাÐের বিচার করতে হবে।
কর্মসূচিতে অন্যদের মধ্যে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমরান নাজির, মাদ্রাসা ও দাওয়া সম্পাদক শাইনুল ইসলাম, প্রচার সম্পাদক রুবেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।#