1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপি নেতা মানিক খানের খাদ্য সামগ্রী বিতরণ মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন কলেজ পড়োয়া ছাত্র রাকিব শিবগঞ্জ পৌরসভা ৯নম্বর ওয়ার্ডে বিএনপি গণসংযোগ ভোলাহাটে এমপি মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আতাউর হোসেন মিলনের  মতবিনিময় ও লিফলেট বিতরণ গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প তানোরে চুরি যাওয়া ১০ লক্ষ ৯৫ হাজার টাকা প্রকৃত মালিককে ফেরত দিল পুলিশ রাজশাহীতে অবৈধ প্লাস্টিক কারখানা, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণে ভুগছে স্থানীয়রা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ- চিলমারীতে মওলানা ভাসানী সেতুর উদ্বোধন শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     

তানোরে প্রশাসনের অনুমতি ছাড়াই পুকুর ভরাট 

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি :                                   রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) লসিরামপুর মাঠে ইউপি ভুমি কর্মকর্তার নেপথ্য মদদে ধনাবাড়ি-দেয়ালকুড়ি প্রায় এক একর আয়তনের একটি পুকুর ভরাট করা হচ্ছে।  উপজেলা প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে এই পুকুর ভরাট করা হচ্ছে। এছাড়াও পুকুর ভরাট করতে গিয়ে পরিবেশের ক্ষতি করে পুকুর পাড়ের কয়েকটি তাজা অপরিপক্ক গাছ কাটা হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

স্থানীয় জনপ্রতিনিধিগণ বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কৃষি জমিতে একবার পুকুর খনন আবার সেই পুকুর ভরাট করা এটা তার রীতিমতো আইন নিয়ে খেলা ? তারা পুকুর ভরাট বন্ধের পাশাপাশি তার শাস্তির দাবি জানান।

জানা গেছে, নীতিমালা অনুযায়ী জমির শ্রেণী পরিবর্তন বন্ধ রয়েছে। কোথাও কোনো পুরাতন পুকুর খনন করতে চাইলে তা যথাযথ নিয়ম মেনে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে তারপর অনুমোদন নিতে হয়।

জানা গেছে, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী, কোনো পুকুর, জলাশয়, খাল ও লেক ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ সংরক্ষণ আইনেও (২০১০ সালে সংশোধিত) যেকোনো ধরনের জলাশয় ভরাট করা নিষিদ্ধ।

এবিষয়ে জানতে চাইলে বাবলু নামে এক ব্যক্তি নিজেকে পুকুর মালিক দাবি করে বলেন,এটা পুকুর নয় এই জমির শ্রেণী কৃষি। তিনি বলেন, কয়েক বছর আগে কৃষি জমিতে পুকুর খনন করা হয়েছিল, এখন সেটা ভরাট করা হচ্ছে,তাই এখানে প্রশাসনের অনুমতি নেয়ার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, ইউপি ভুমি কর্মকর্তা তহসিলদার বিষয়টি জানেন।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) তানোর উপজেলা শাখার সভাপতি মফিজ উদ্দিন বলেন, মুক্ত জলাশয় উদ্ধার করা না গেলে পরিবেশের চরম বিপর্যয় ঘটবে। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য সব জেনে বুঝেও তারা এমন কাজ করেছে, তাই পুকুরের এসব মাটি দ্রুত অপসারণ করা প্রয়োজন।

এবিষয়ে ইউপি ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) তানভির বলেন, তিনি কিছুই জানেন না। এবিষয়ে ইউএনও মহোদয়কে অবগত করা হবে। তিনি বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট