আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি : ইসরায়েলের দখলদার বাহিনী গত ৭০ বছর ধরে ফিলিস্তিনের সাধারণ মানুষদের উপর অমানুষিক নির্যাতন করে যাচ্ছে। গত কয়েক বছর যাবত ফিলিস্তিনের মাটিতে দখলদার ইজরায়েল কর্তৃক ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর সর্বশেষ রাফা ও গাজা এলাকা গুড়িয়ে মিশিয়ে দেয়া হয়েছে। ফলে অসংখ্য শিশু, নারী, বৃদ্ধদের নীরিহ ভাবে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তারই প্রেক্ষিতে ফিলিস্তিনি মুক্তিকামী জনতা এবং যুদ্ধাহত মানুষদের সহমর্মিতা এবং সংহতি প্রকাশের জন্য (৭ এপ্রিল ২০২৫) সোমবার বাদ যোহরে ,নওগাঁ শহরের মুক্তির মোড় নওযোয়ান মাঠের গেইট হেফাজতে ইসলাম বাংলাদেশ, নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে একটি সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস (হাফিজাহুল্লাহ),সহ সভাপতি মাওঃ আহমাদুল হক হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল হাসেমী, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ সুবহান,নওগাঁ পৌর বিএনপির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, যুবদল নেতা মোঃ আশিকুর রহমান আজাদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার আশরাফুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন, খিলাফত মজলিস বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলম,আলমাওয়াদ্দা ওলামা পরিষদের প্রচার সম্পাদক মুফতি শামীম আহমদ নুরী সহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। অবিলম্বে এ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে অন্যথায় ইসরাইল কে নির্মম পরিণতি ভোগ করতে হবে।
এ সময় তাঁরা আরও বলেন ইসরাইল, আমেরিকা সহ তার দোসরদের পন্য বর্জন করে তাদের কে অর্থনৈতিক ভাবে পঙ্গু করা ঈমানী দায়িত্ব।তাঁরা রাষ্ট্রীয় ভাবে ইসরাইল ও আমেরিকার পণ্য নিষিদ্ধের জোরালো দাবি জানান এবং পরিশেষে মুসলিম বিশ্ব বিশেষ করে ফিলিস্তিন দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।#