বিশেষ প্রতিনিধি: মায়ের ওড়না গলায় ফাঁস দিয়ে নিজ শয়ন কক্ষের আড়ায় ঝুলছিল ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী আবু বক্কর ওরফে মামুন(১২) এর লাশ। সে উপজেলার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের পলাশিফতেপুর গ্রামের সামসুল মিস্ত্রীর দ্বিতীয় ছেলে। শনিবার (১৫-০৩-২০২৫) সকাল আনুমানিক ৯ টার দিকে ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫ টায় জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, মাদ্রাসায় লেখা পড়ার অনিহা দেখে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। স্কুল ছুটির মধ্যে পড়া লেখা ও কাজ কর্ম বাদ দিয়ে শুধু খেলা নিয়ে প্রায় সময় ব্যস্ত থাকতো। এ নিয়ে মা-বাবা তাকে বকাবকি করেন। শনিবার বাবা বাইরে কাজে যান আর মা বাড়ির পাশের জমিতে যান। এই সুযোগে মায়ের ওড়না গলায় ফাঁস দিয়ে নিজ শয়ন কক্ষের আড়ায় ঝুলছিল।
মা মারিয়া জানান, বাড়িতে ফিরে ছেলেকে ঝুলতে দেখে ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে নীচে নামিয়ে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু বাঁচানো যায়নি। স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান শিশির জানান,খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। অভিযোগ না থাকায় মরদেহ রেখে যায়। বিকেল সাড়ে ৫টায় জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে কান সন্দেহ না থাকায় ইউডি মামলা দায়ের করে রাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#