নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের অভিযোগ তুলে রেললাইন অবরোধ করে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো। পরে অন্তর্বর্তি সরকারের নিকট জনভোগান্তি বিবেচনা করে তিনদফা দাবি জানিয়ে রেললাইন অবরোধ প্রত্যাহার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল বুধবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তারা। এর দেড় ঘন্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন। এরপর সাড়ে বারোটার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। তখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এরআগে মঙ্গলবার রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। রাবির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মেহেদী সজীব তিনদফা দাবি তুলে ধরে এই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।
তিনদফা দাবি গুলোর মধ্যে রয়েছে, ১. রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,সাত কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসাসহ বাংলাদেশর সকল স্ট্রেটদের রাষ্ট্র সংস্কারের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ২. সংস্কার কমিশন পিএসসি, ইউজিসিসহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পূর্ণগঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ৩.ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রুপরেখা প্রণয়ন করতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সালাউদ্দিন আম্মার বলেন, আমরা এই বৈষম্য মেনে নেব না। পিএসসি থেকে শুরু করে ইউজিসি পর্যন্ত সব প্রতিষ্ঠানের পুনর্গঠন চাই।#