পাবনা জেলা সংবাদদাতা:
পাবনার চাটমোহর ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫এ সভাপতি পদে মোখলেসুর রহমান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক পদে শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু পুনরায় নির্বাচিত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি)অত্যান্ত উৎসব মুখর পরিবেশে সকাল দশ টা থেকে বিকেল সাড়ে চার পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ভোট গণনা শেষে রাত দশটার দিকে ফলাফল ঘোষণা করে ব্যবসায়ী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশন। এ সময় চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম, নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ জিন্নাহ, সদস্য রকিবুর রহমান টুকুন, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম ও রনি রায় উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী ফলাফলে সভাপতি পদে মোখলেসুর রহমান বিদ্যুৎ আনারস প্রতীকে ৫৯৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩৯৪ ভোট। সহ-সভাপতি পদে আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক টিউবওয়েল প্রতীকে ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশ্বজিৎ জোয়ারদার মিঠুন হরিণ প্রতিকে পেয়েছেন ৩০৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে শেখ মো: জিয়ারুল হক সিন্টু দেয়াল ঘড়ি প্রতীকে ৬১১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল মুতালিব মোরগ প্রতীকে পেয়েছেন ৩৫৬ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ এনামুল হক ৩৬১ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গৌতম কুমার কুন্ডু গৌর হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৩৫২ ভোট।
অপর প্রার্থী মোশারফ হোসেন ক্রিকেট ব্যাট প্রতীকে পেয়েছেন ১৭৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মামুনুর রশিদ পদ্মফুল প্রতীকে ৫৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিরুল ইসলাম রেলগাড়ি প্রতীকে পেয়েছেন ২৭৫ ভোট। কোষাধ্যক্ষ পদে জাহিদুল ইসলাম সাগর ফুটবল প্রতিকে ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শম্ভুনাথ রায় টেলিফোন প্রতীকে পেয়েছেন ২৮৫ ভোট। আরেক প্রার্থী সুদাম দত্ত ময়ূর পাখি প্রতীকে পেয়েছেন ২৩৬ ভোট।
প্রচার সম্পাদক পদে নজরুল ইসলাম কলস প্রতীকে ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম মাইক প্রতীকে পেয়েছেন ৩৯৫ ভোট। বাণিজ্যিক সম্পাদক পদে নুরুল ইসলাম রাজহাঁস প্রতীকে ৪৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম রেকেট প্রতিকে পেয়েছেন ৩৯১ ভোট।
কার্যনির্বাহী সদস্য দুটি পদে আব্দুল বাতেন বাল্ব প্রতীকে ৫০৪ ভোট ও বকুল হোসেন চশমা প্রতিকে ৫৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আরেক প্রার্থী সাইফুল ইসলাম জগ প্রতিকে পেয়েছেন ৪১৮ ভোট। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুজন।
তারা হলেন, দপ্তর সম্পাদক পদে নূর মোহাম্মদ রান্টু ও সমাজকল্যাণ সম্পাদক পদে রবিউল ইসলাম। নির্বাচনে মোট ১২৫৯ জন ভোটারের মধ্যে ১০২২ জন ভোট প্রদান করেন। ভোট গ্রহণের হার শতকরা ৮১। চারটি বুথে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়।
১২টি পদে ২১ জন প্রাথী প্রতিদ্বন্ধিতা করেন। সুশৃংখল-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একজন প্রিজাইডিং অফিসার, ৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়।
এ বিষয়ে ব্যবসায়ী সমিতি নির্বাচনের চেয়ারম্যান এমএ জিন্নাহ বলেন, ‘প্রার্থী, ভোটার সহ সবার সহযোগিতা এ নির্বাচনটি সুষ্ঠুভাবে করা সম্পন্ন করা সম্ভব হয়েছে। কোন ধরনের কারচুপি এড়াতে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিল। এই নির্বাচন আগামীতে অন্য যে কোন নির্বাচনের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করি।
গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, সদিচ্ছা থাকলে আন্তরিকতার দ্বারা গ্রহনযোগ্য নির্বাচন করা সম্ভব! তারই উজ্জ্বল উদাহরণ হিসেবে আমরা চাটমোহর ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৫ থেকে শিক্ষা গ্রহন করতে পারি। আমরা চাটমোহর ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৫ এ প্রিজাইডিং কর্মকর্তা, চারজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, আটজন পোলিং অফিসারকে ধন্যবাদ জানাচ্ছি যথার্থ রুপে দায়িত্ব পালনের জন্য।#