1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
জুলাই-আগস্ট বিপ্লবে ঝালকাঠির নিহত ১০ পরিবারকে জেলা পরিষদের ২০ লাখ টাকা সহায়তা প্রদান বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু হত্যার ১৫ দিন পেরিয়ে গেলেও আসামী না ধরায় উৎকন্ঠা পরিবারের  কুষ্টিয়ায় আম গাছে ঝুলছিল নৈশপ্রহরীর লাশ মান্দায় নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত করলেন নওগাঁ জেলা প্রশাসক  কুষ্টিয়ায় মাজারে মাদকবিরোধী অভিযান, ভক্তদের হাতে লাঞ্ছিত ম্যাজিস্ট্রেট বাঘায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার  বিজিবি- বিএসএফ এর পতাকা বৈঠকে বাংলাদেশী জেলেরা ফেরৎ পেল ০৩ টি নৌকা আত্রাইয়ে অধিক পরিমাণ জমিতে ভুট্টা চাষ, বাম্পার ফলনের সম্ভাবনা পুঠিয়ার শিলমাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু মিথ্যা মামলার প্রতিবাদে তানোরে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

তানোরে জামিনে এসে বাদিকে হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি:

রাজশাহীর তানোরে মামলার আসামীরা আদালত থেকে জামিনে এসে বাদি ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন মামলার বাদি ও ভিক্টিম।

মঙ্গলবার বিকালে তানোর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরে মামলার বাদি মোহন মন্ডল বলেন, গত ৫ই ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টার দিকে তানোর উপজেলার কামারগাঁ ইউপির কামারগাঁ গ্রামে বাদির বাড়ির সামনে জড়ো করে রাখা গরুর গোবর সরাতে বলায় প্রতিবেশী আসামীগন পূর্বপরিকল্পীত ভাবে লাঠি সোটা নিয়ে আমার স্ত্রী ও মেয়ের উপর হামলা চালিয়ে বেধড়ক ভাবে মারপিট করে।

তিনি বলেন, গুরুতর আহত ও হাত ভাঙ্গা অবস্থায় আমার মেয়ে আয়েশা খাতুন ও স্ত্রী রাফেজা বেগমকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ মামলার ১নং আসামী আনিসুর রহমানের পুত্র কাফি (৫৩) কে পুলিশ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামী বর্তমানে রাজশাহী জেল হেফাজতে আটক রয়েছে।

ওই মামলার ২নং আসামী মাফিয়া বেগম (৫০) ও তার স্বামী মামলার ৩নং আসামি আনিসুর রহমান (৬০) এবং তার ১নং আসামী কাফির স্ত্রী হাসি খাতুন (৩০) আদালত থেকে জামিনে এসে সহযোগী প্রতিবেশী ১নং আসামীর চাচা মুনসুর রহমান (৬২) ও চাচী আসমা বেগমের সাথে যুক্ত হয়ে মামলা তুলে নিতে আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে প্রকাশ্যে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হুমকি দিয়ে বলছে মামলা তুলে না নিলে তুদেরকে আবার পিটাবো, নয়তো ঘর বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করবো।

আসামীদের এমন হুমকির কারণে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতার মধ্যে দিন পার করছি। যেকোন সময় তারা আমাদের উপর হামলা চালিয়ে মারপিটসহ বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। বিষয়টি তানোর থানা পুলিশকে অবহিত করেছি। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

তিনি বলেন, হুমকির বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আমার সাথে অসৌজন্যমূলক  আচরণ করে আমার অভিযোগ না নিয়ে আমাকে থানা থেকে বের করে দেন। তিনি বলেন, আসামীদের হুমকির মুখে আহত আমার মেয়ে আয়েশা খাতুন চিকিৎসা শেষে বাড়ি ফিরতে পারছে না বলেও জানান তিনি।

যোগাযোগ করা হলে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান বলেন, আমি তো তাকে অভিযোগটি ডিউটি অফিসারের রুমে জমা দিতে বলেছি।  তিনি বলেন উনাকে পাঠিয়ে দেন এবং অভিযোগটি ডিউটি অফিসারের রুমে জমা দিতে বলেন বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট