ফারুক আহম্মেদ..
বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের দোসর ফারুক চৌধুরী এম পির ঘনিষ্ট সহচর মোহনপুর ইউ পি ৩ নং ওয়ার্ড আওয়ামীলিগের সহ সভাপতি হবিবুর রহমান হবি গোদাগাড়ী উপজেলার চান লাই ভুষনা ক্যানেলের পাশ ঘেসা ১২ টি সরকারী গাছ কাটার অভিযোগ স্বীকার করে বলেন, তিনি কোন সরকারী অনুমতি না নিয়েই গাছ গুলো কেটেছিলেন। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর পরিবেশন হলে বন বিভাগ গাছগুলো নিয়ে যায় বলে তিনি জানান।
এখন জনমনে যে প্রশ্ন দানা বেধেছে তা হলো যে লোক ফ্যাসিষ্টদের সময় যে রামরাজত্ব করেছে , কত মানুষ কে মামলা হামলা করে হয়রানী করছে , তার রোষানলে পড়ে মিথ্যা মামলায় দু’ ব্যাক্তি দির্ঘদিন জেলের ঘানি টেনেছেন। অথচ তিনি এখোনো বহাল তবিয়তে আগের মতই ঘুরে বেড়াচ্ছেন। তাহলে ছাত্র জনতার এই আত্মত্যাগের কি সঠিক মূল্যয়ন করতে ব্যার্থ হচ্ছে প্রশাসন। সরকারি গাছ কাটার খবর পেয়ে প্রশাসন গাছগুলো উদ্ধার করলো কিন্তু অপরাধি অদৃশ্য ক্ষমতা বলে রেহায় পেয়ে গেল, কিভাবে সম্ভব হলো।
এ ব্যাপারে গোদাগাড়ী ইউ এন ও এ প্রতিনিধিকে বলেন, বিষয়টি জানার পর বনবিভাগ কে অবহিত করে গাছগুলো জব্দ করা হয়েছে এবং হবির বিরুদ্ধে আইন গত ব্যাবস্থা গ্রহণের নির্দে।শ দিয়েছেন।
এ বিষয়ে রাজশাহী ডিএফও এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছগুলো জব্দ করা হয়েছে এবং গাছ কর্তনের হোতা হবিবুর রহমান হবির নামে বন বিভাগের আইনে মামলা দায়ের হয়েছে।#