1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
কতিপয় ভারতীয় নাগরিক কর্তৃক বৈধ উপায়ে অবৈধ বাণিজ্য কর্মকান্ড; কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ইউ’পি ছাত্রদলের সাবেক সহসভাপতি পেলেন, ইউনিভার্সিটি সভাপতির পদ বটিয়াঘাটায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্ম দিন উপলক্ষে দোয়া ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আগামীকাল শনিবার গাইবান্ধায় আন্তঃস্কুল ফুটবল টুর্ণামেন্ট বাঘায় আমেরিকান প্রবাসী মিঠুর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে সুস্থতা কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঘায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে সুস্থতা কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল বাঘায় আনসার ভিডিপির বৃক্ষ-রোপণ ২০২৫ ভোলাহাটে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পত্নীতলায় বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল তানোরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের সঙ্গে তারেকের দোয়া মাহফিল

 সুন্দর শহর গড়ার প্রত্যয় ঠাকুরগাঁওয়ে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী আয়োজন

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি : নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগানে ঠাকুরগাঁও পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে এবং শহরজুড়ে বৃক্ষরোপন করার মাধ্যমে শহরের সৌন্দর্য বৃদ্ধির করার লক্ষে আলোচনা সভা করা হয়েছে।

আজ বুধবার দুুপুরে ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।  এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

এতেপৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সভায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা এবং শহরজুড়ে বৃক্ষরোপন করার মাধ্যমে শহরের সৌন্দর্য বৃদ্ধির করা সম্ভব বলে জানান বক্তারা।

সে সময় তারা শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতার উপরে জোর দেন এবং সকলের সহযোগিতায় ঠাকুরগাঁও জেলা শহরকে আধুনিক, সুন্দর ও সুশৃঙ্খল শহর বানানোর কাজে সকলে প্রত্যয় ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট