রাজশাহী জেলা প্রতিনিধি ..
রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক পরিযায়ী পাখি শিকারীকে তিন দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকার মঙ্গলবার সকালে মহানগরীর শ্রীরামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান। দন্ড প্রাপ্ত যুবকের নাম লিটন হোসেন। তার বাবার নাম মৃত তাজি মন্ডল।
শ্রীরামপুর এলাকায় তার বাড়ি। তার কাছ থেকে চারটি মৃত পাতি তিলিহাঁস ও প্রায় ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। নৌ-পুলিশ ও বনবিভাগের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন।
নৌ পুলিশের রাজশাহী অঞ্চলের পরিদর্শক উজ্জ্বল হোসেন জানান, লিটন বিষ টোপে পাখি হত্যা করে। ভোরে সে মৃত পাখি নিয়ে চর থেকে আসবে, এমন খবর পেয়ে নৌ পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযান চালানো হয়। এ সময় চারটি মৃত পাতি তিলিহাঁসসহ হাতেনাতে আটক করা হয়।
বনবিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান,পাখি শিকারীদের ধরতে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।#