# পোরশা সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পোরশা উপজেলা শাখার ০৬ নং মশিদপুর ইউনিয়নে কৃষক সমাবেশ বুধবার ২২ জানুয়ারী ২০২৫ ইং বিকাল ৩ টায় মশিদপুর সরিয়ালা দিঘির পাড় পোরশায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ আহাম্মেদ মোজাম্মেল চৌধুরী সভাপতি, পোরশা উপজেলা বিএনপি। (৪৬/নওগাঁ ০১ পোরশা সাপাহার নিয়ামতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী) প্রধান বক্তা এ টি এম ফিরোজ দুলু সদস্য সচিব, জেলা কৃষক দল নওগাঁ। প্রধান আলোচক ছিলেন মোঃ সাদেকুল ইসলাম সাধারণ সম্পাদক পোরশা উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আবুল হোসেন বাবু সাংগঠনিক সম্পাদক পোরশা উপজেলা বিএনপি, মোঃ বশির শাহ ২নং সাংগঠনিক সম্পাদক পোরশা উপজেলা বিএনপি, মোঃ নুরুল ইসলাম মাষ্টার সাধারণ সম্পাদক মশিদপুর ইউনিয়ন বিএনপি ও সহ-সভাপতি পোরশা উপজেলা বিএনপি, মোঃ মেহেদী হাসান বকুল সহ-সভাপতি পোরশা উপজেলা বিএনপি, আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক পোরশা উপজেলা বিএনপি, মোঃ মিজানুর রহমান আহবায়ক সদস্য, জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখা।
সভাপতিত্ব করেন মোঃ বাবলু সরকার সভাপতি, ০৬নং মশিদপুর ইউনিয়ন কৃষক দল।#