# শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি : পীরগঞ্জ পৌর এলাকার গুয়াগাঁও নামক স্থানে পাকা সড়কে ট্রাক্টর ও মটর সাইকেল সংঘর্ষ হয়েছে। দুইজন মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
জানা গেছে দিনাজপুর জেলার কাহারোল উপজেলা মুকুন্দপুর এলাকার আব্দুস সামাদদের পুত্র হারুন অর রশিদ (৩৩) ও একই এলাকার এনামুল হকের পুত্র সালেক (২৭) মটর সাইকেল যোগে বুধবার রাতে পীরগঞ্জ গুয়াগাঁও নাম স্থানে পৌঁছা মাত্রই ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। হারুন অর রশিদ ঘটনাস্থলে মারা যায় এবং সালেক দিনাজপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে থানা সূত্রে জানা গেছে।#