গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তালুক সর্বানন্দ গ্রামের মোঃ ফজল হক আজও মুক্তিযোদ্ধা ভাতা পায়নি। মোছাঃ শাহরিন সুলতানা/ খোকন,গাইবান্ধা : বীর মুক্তিযোদ্ধা ফজল হক জানায় ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন। ্এ বীর মুক্তিযোদ্ধা কাঁকড়ী পাড়া কুচবিহারের রায়গঞ্জ থেকে ট্রেনিং করেন। তিনি ভারতের রায়গঞ্জ ৬ নং সেক্টরের যুদ্ধে অংশ গ্রহণ করেন । এসময় মোঃ আতাউর রহমান ক্যাম্প ইনচার্জ কমান্ডার আক্কেল আলী কোম্পানি কমান্ডার মোঃ মশিউর রহমান তারেক ট্রেনিং করেন।
দেশে বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই হলেও বীর মুক্তিযোদ্ধা ফজল হক তার নাম জাতীয় তালিকাভুক্ত হয়নি। মুক্তিযোদ্ধা হিসেবে তার ভারতের ইন্দ্রাগান্ধি সার্টিফিকেট রয়েছে। মুক্তিযোদ্ধা শেষ করে ভারত থেকে আসার পর গাইবান্ধা পিটিআই ট্রেনিং করেন। এসময় আজিজুল ইসলাম ক্যাপ্টেন ট্রেনিং করান।
স্বাধীনতার ৫৩ বছর অতিবাহিত হলেও বীর মুক্তিযোদ্ধা ফজল হক মুক্তিযোদ্ধা ভাতা বা অন্যান্য কোন সুবিধা পায়নি। অথচ যাচাই বাছাই এর জন্য কাগজ পত্রাদী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রাণালয়ে প্রেরণ করা হলেও আজ ও তার মুক্তিযোদ্ধার ভাতার আবেদন ফাইল বন্দি হয়ে পড়ে আছে । বিড়ালে গলায় ঘন্টা বাঁধবে কে।তাহলে কি বীর মুক্তিযোদ্ধা ফজল জীবিত অবস্থায় তার নায্য প্রাপ্য পাবেন না? বিষয়টি খতিয়ে দেখার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতি এলাকাবাসি জোর দাবি জানিয়েছে।#