বিশেষ প্রতিনিধি : বিদায়ী উপজেলা নিবার্হী অফিসার তরিকুল ইসলাম ও নবাগত উপজেলা নিবার্হী অফিসার শাম্মী আক্তারকে বাঘা প্রেসক্লাবের পক্ষ থেকে সংর্বধনা দেওয়া হয়েছে। বুধবার ( ৩০অক্টোবর) দুপুরে বাঘা প্রেসক্লাবের সাংবাদিকগণ বিদায়ী ও নবাগত ইউএনওকে সংর্বধনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, বাঘা প্রেসক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞা, আহবায়ক কমিটির সদস্য আমানুল হক আমান, আসলাম আলী, লালন উদ্দিন, ফজলুর রহমান মুক্তা, আশরাফুল আলম, গোলাম তোফাজ্জল কবীর মিলন, আব্দুল হামিদ মিঞা, সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, সুব্রত কুমার, আবদুস সালাম, আবদুল কাদের নাহিদ প্রমুখ।
উল্লেখ্য, ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মাদ ইব্রাহীমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নোতি দিয়ে চাঁপাইনবয়াবগঞ্জে বদলির আদেশ জারি করা হয় । তরিকুল ইসলাম ২০২৩ সালের ১৩ ডিসেম্বর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
এ ছাড়া তিনি পটুয়াখালী ডিসি অফিস, বরিশাল বিভাগীয় কার্যালয়, রাজশাহী আরডিসি, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাবনার শাজাদপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। অপর দিকে ২৭ অক্টোবর সিনিয়র সহকারী কমিশনার আজাহার আলীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শাম্মী আক্তার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদন্নোতি পেয়ে বাঘা উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, অফিসার্স ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত ইউএনওকে বরণ সংর্বধনা দেওয়া হয়। #