শাহরিন সুলতানা সুমা………..
১২০ লিটার দেশীয় চোলাই মদ, ৩০০ গ্রাম গাঁজা, ০৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, পুলিশ সুপার গাইবান্ধা মোঃ কামাল হোসেন সুন্দরগঞ্জ থানার নিয়মিত অভিযানে : সুন্দরগন্জ থানার মামলা নং -১৬ জি আর নং ১৯৫/২৪ , তারিখ -১১ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ ; ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (ক) ১৯(ক) সংক্রান্ত এজাহার নামীয় আসামী ১/ মোঃ আব্দুল ওকুম উদ্দিন আকন্দ (৫৭) , পিতা মৃত আজিজ উল্ল্যাহ আকন্দ , মাতা মৃত ওহিরন বেগম সাং রামধন বর্তমান সাং বলদিপাড়া, থানা সুন্দরগন্জ জেলা গাইবান্ধাকে সুন্দরগন্জ থানাধীন ১ নং বামনডাঙ্গা ইউনিয়নের ভাটারপাড় (রামধন) গ্রামস্হ জনৈক মোঃ নজরুল ইসলাম (৬৫) পিতা মৃত ন ওয়াব উদ্দিন এর ইট ভাটার হ ইতে ২ নং আসামী মোঃ রবিউল সদ্দার(৩১) পিতা মোঃ আব্দুস সামাদ মাতা মোছাঃ মনোয়ারা বেগম সাং ওয়ার্ড মনমথ কাঠগড়া বাজারে অবস্থিত জনৈক মোঃ হিটলার প্রামাণিক মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।#