1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
মোহনপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন, প্রতিবন্ধীদের চেক বিতরণ করেন জেলা প্রশাসক নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২৬ মাস আগে মেয়াদোত্তীর্ণ  ফ্যাসিস্ট সরকারের সমর্থিত কমিটি ভেঙে নতুন নেতৃত্বের দাবি   আত্রাইয়ে কেমিস্টস্ এন্ড ড্র্যাগিস্টস্ সমিতি ঔষধ ও কসমেটিকস আইন বিষয়ক সচেতনতামূলক সভা আত্রাইয়ে ইউএনও এর পরিকল্পনাই ও তত্ত্বাবধানে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশের মানচিত্র স্থাপন টেকনাফে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করল রোহিঙ্গা সাতক্ষীরায় মাদকসহ প্রায় ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ শ্যামনগরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সম্মেলন খুলনায় আ’লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় কেসিসির লাইসেন্স অফিসার গ্রেফতার তাহেরপুরে পরীক্ষা কেন্দ্রে নকল দিতে বাধা দেওয়ায় যুবকের উপর হামলা মোহনপুর সইপাড়াতে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত

উপজেলা পরিষদ নির্বাচন ঃ চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ইউনিয়ন মহিলা আ’লীগের সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি : আগামী ৫জুন’২৪ রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ রোকনুজ্জামান’র পক্ষে শনিবার (১১-মে’২৪) বিকেলে আমোদপুর গ্রামে বাজুবাঘা ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের আয়োজনে আবুল হোসেনের আমবাগানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাজুবাঘা ইউনিয়ন মহিলা আলীগের সভানেত্রী নিলা জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন,গত সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত করেছি। সেই সাংসদের আস্থাভাজন ও স্থানীয় উপজেলা আওয়ামী লীগ সমর্থিত এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ রোকনুজ্জামানকে নির্বাচিত করতে চাই।

প্রধান অতিথির বক্তব্যকালে বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন,বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করে আমরা দেখেছি। এবাবের নির্বাচনে তারুণ্যের প্রতীক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং উপজেলা আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী রোকনুজ্জাম রিন্টুকে নির্বাচিত করে দেখতে চাই। এলাকার উন্নয়ন করতে হলে মোঃ রোকনুজ্জামান এর বিকল্প নাই।

চেয়ারম্যান প্রার্থী মোঃ রোকনুজ্জামান বলেন, আমি ছাত্রজীবনের রাজনীতিতে তিন বছর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম,বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। একই সাথে জেলা আ’লীগের সদস্য হিসাবেও সম্পৃক্ত রয়েছি। আমার চলমান জীবনে যদি কোন দুর্ণীতি করে থাকি তাহলে আপনারা আমাকে ভোট দিবেন না। আমি আপনাদের মুল্যবান ভোট, দোয়া ও আর্শিরবাদ চাই। আমি চেয়ারম্যান নয়, এই জনপদের একজন সেবক হতে চাই।

রিন্টু আরো বলেন,আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মুক্তিযোদ্ধারা জাতির পিতার সাথে কখনো বেইমানি করেনি। আমিও করবো না। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আপনাদের প্রিয় নেতা, চারবারের সাংসদ ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রচেষ্টায় তাঁর সাথে থেকে অত্র উপজেলায় যে সকল উন্নয়ন কাজ বাঁকি রয়েছে, সেগুলো খুব শীঘ্রই সম্পন্ন করবো ইনশাল্লাহ।

বাজুবাঘা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাইদ বিটেনের সঞ্চলনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক মালিথা, রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মান্নান সরকার মুকুল, গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, রাজশাহী জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদিকা বিপাশা খাতুন, ওয়ার্ড আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম, বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, বাজুবাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল মাহামুদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম হাসান স্বদেশ প্রমুখ। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট