1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি জাহাঙ্গীর গ্রেফতার    বাঘার কমিউনিটি  ক্লিনিকে আবারো তালা ভেঙে ঔষধসহ আসবাব পত্র চুরি আত্রাইয়ে বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলাহাট ফিলিং স্টেশনের বিরুদ্ধে মামলা, এলাকাবাসীর নিন্দা ও তীব্র প্রতিবাদ  গাইবান্ধায় সাংবাদিক সুমার নির্যাতন মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বিএনপির মঞ্চে শ্রমিক লীগ নেতা! রাজশাহীতে তৃণমূলে ক্ষোভের বিস্ফোরণ সুন্দরগঞ্জ উপজেলার ৭ নং রামজীবন ওয়ার্ড মেম্বর মোছাঃ জরিনা বেগম বিরুদ্ধে  অনিয়মের অভিযোগ আত্রাইয়ে বিএনপি‘র ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনকে ২ বছর  কারাদণ্ড ও অর্থদণ্ড এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯৬ এরমধ্যেও ৮০ জন জিপিএ -৫ প্রাপ্ত

মান্দায় সেচ ভাড়ার টাকা চাওয়ায় গভীর নলকূপের ড্রেনম্যানকে পিটিয়ে জখম

  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি …………………………………………..
নওগাঁর মান্দায় একটি গভীর নলকূপের ড্রেনম্যানকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। বোরো ধানের জমির সেচ ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে তাকে পিটিয়ে জখম করেন এক কৃষক ও তার লোকজন।
বর্তমান ওই ড্রেনম্যান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।  রোববার (৫ মে) বিকেলে উপজেলার ভেবড়া গ্রামের মাঠে হামলার শিকার হন তিনি।
হামলার শিকার ড্রেনম্যানের নাম রমজান আলী (৭০)। তিনি উপজেলার গনেশপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। একই মৌজায় স্থাপিত একটি গভীর নলকূপের ড্রেনম্যানের কাজ করতেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই গভীর নলকূপের অপারেটর জালাল হোসেন চিকিৎসার কাজে ভারতে অবস্থান করছেন। ভারতে যাওয়ার আগে তিনি নলকূপটি পরিচালনা ও সেচভাড়ার টাকা আদায়সহ যাবতীয় দায়িত্ব ড্রেনম্যান রমজান আলী ও আব তাহেরের ওপর দিয়ে যান।
ছোয়দপুর গ্রামের বাসিন্দা  আমিনুল ইসলাম বলেন, একই গ্রামের কৃষক খাইরুল ইসলামের কাছে সেচভাড়ার বকেয়া ১০০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে ড্রেনম্যান রমজান আলীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে গত বৃহস্পতিবার কলেজ মোড়ে বাগ্বিন্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
জের ধরে কৃষক খাইরুল ইসলামের নেতৃত্বে আকাশ হোসেন, সাগর হোসেন, বকুল হোসেনসহ ৬ থেকে ৭জন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে গ্রামের মাঠে ড্রেনম্যান রমজান আলীর ওপর হামলা করে। হামলাকারীরা এসময় লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ড্রেনম্যান রমজান আলী একটি হাত ও একটি পা ভেঙে গুড়িয়ে দেয়।
মাথায় একাধিক আঘাতের কারণে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিষয়টি জেনেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো এজাহার পাওয়া যায়নি। পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট