# বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁও………………………………………………
দ্বিতীয় ধাপে আসন্ন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে কৃষকলীগের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী অরুনাংশু দত্ত টিটো’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে প্রার্থী’র বাসায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সভাপতি পবারুল ইসলাম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, মেহেদী হাসানউল্লাহ, আবদুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার, ওয়ালিউর রহমান বাবু, এম.এস মুন, দপ্তর সম্পাদক তারেক হোসেন, সদর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সুমন ইসলাম তূর্য্য, সদস্য রফিকুল ইসলাম, আখানগর ইউনিয়নের আহবায়ক মো: বিপ্লব, নারগুন ইউনিয়নের সভাপতি মোবারক আলী দুলাল, চিলারং ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, সালন্দর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, গড়েয়া ইউনিয়নের সভাপতি সেলিম রেজা প্রমুখ।
সে সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী এ্যাড. অরুনাংশু দত্ত টিটো সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আবারো তাঁর প্রতীক আনারসকে বিজয়ী করার আহবান জানান৷ সে সময় কৃষকলীগের নেতৃবৃন্দ আগামী সদর উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে আনারস মার্কায় চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. অরুনাংশু দত্ত টিটো কে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আসন্ন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১শে মে, ২০২৪। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২১ হাজার ৬শ ২২জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৫শ ২৬ জন। আর মহিলা ভোটার ২ লাখ ১০ হাজার ৯৬জন। ঠাকুরগাঁও সদর উপজেলাটি ২২টি ইউনিয়ন ও ১ পৌরসভা নিয়ে গঠিত।#