#আব্দুল বাতেন, শিবগঞ্জ……………………………………………..
দ্বিতীয় ধাপে শিবগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
প্রার্থীরা নিজেদের সমর্থিত লোকজন নিয়ে ২১ মেয়ে রবিবার উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, মহসিন আলী মিয়া সাবেক যুবলীগ নেতা, গোলাম কিবরিয়া বর্তমান ভাইস চেয়ারম্যান, গোলাম রাব্বানী সাবেক ছাত্রনেতা,সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুল আশরাফ চেয়ারম্যান , জামাল হোসেন পলাশ জাসদ নেতা ভাইস চেয়ারম্যান আল মামুন, , রবিউল ইসলাম নয়ন খান, সাইফুল ইসলাম মিটুল খান, সাইফুল ইসলাম, নাজমুল আলম উজ্জ্বল, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ শামীম রেজা। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে জেলা মহিলা লিগে সেক্রেটারি মোসাম্মৎ শিউলি বেগম, থানা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মোসাম্মাৎ নুরজাহান, মুসলিমা খাতুন।
রিটার্নিং কর্মকর্তা আহাম্মেদ মাহবুল উল ইসলাম জানান, শেষ দিন পর্যন্ত তিনটি পদে মোট ১৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, মনোনয়নপত্র বাছাই হবে ২৩এপ্রিল, আপিল দায়ের ২৪এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল, প্রতিক বরাদ্দ ২ মে ভোট গ্রহন হবে ২১মে।
উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ৭৮হাজার ৭০জন।#