# মাহাবুর রহমান মনি, বাগমারা থেকে……………………………………………………………………..
রাজশাহীর বাগমারায় পূর্ব শত্রুতার জেরে দিনে দুপুরে ধান গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ২৪ মার্চ, দুপুরে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রমজান পাড়া গ্রামে ঘটে এই ঘটনা। এ ঘটনায় মোঃ আসাদুজ্জামান পিতা মৃত রহমতুল্লা মন্ডল বাদী হয়ে একই গ্রামের মৃত ফজের আলীর ছেলে আবুল হোসেন মাস্টার (৬২) এবং বোরহান উদ্দীন সহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটার সময় আসামীগণ পূর্ব শত্রুতার জেরে দেশীয় হাসুয়া, লোহার রড, জাটি, রামদা সহ রমজান পাড়া গ্রামের কানচ কুড়ি বিলে এসে বাদী আসাদুজ্জামান-এর ১ বিঘা জমির ধানের গাছ কেটে ফেলে । এতে ওই জমির মালিক মোঃ আসাদুজ্জামান প্রায় ৪৫ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে রমজান পাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা মোঃ আনিছার রহমান ও নেকবর রহমান বলেন, দিনে দুপুরে ধানের গাছ কেটে ফেলেছে আবুল হোসেন সহ তার লোকজন।
এই বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ রায় বলেন, ধানের গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#