পোরশা থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু…………………………………………………………
নিতপুর ইউনিয়ন এর কৃতি সন্তান সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক স্যার। তিনি একজন আলোকিত মানুষ এবং আদর্শ মায়ের আদর্শ সন্তান। শুধু কি তাই একজন বিশিষ্ট শিক্ষাবীদ বলে আক্ষায়িত করলাম মন খারাপের কিছু না। আমার ২৫ বছর সাংবাদিকতা জীবনে স্যারের পাশে বসার সুযোগ হয়েছে অনেক মিটিংএ । স্যারের গঠন মূলক বক্তব্য শুনে সন্মানিত বিসিএস প্রশাসনিক কর্মকর্তা বৃন্দরা মঞ্চে ডেকে নেন। তখন আমার একটি নীতি বাক্য মনে হতো আপনারা সকলে নাম শুনেছেন শেক সাদী( রহঃ) তিনি ছিলেন ইরান দেশের কবি তিনি বলেছেন স্বর্ন কাঁদায় পড়ে থাকে তবুও তার মূল্য আছে কিন্তু ধুলো বালি আকাশে উড়লে তার কোন মূল্য নেই। সেই মনিসির কথার সঙ্গে যুক্ত আমাদের নিতপুর ইউনিয়ন এর কৃতি সন্তান মোঃ আব্দুল খালেক স্যার।
প্রতিটি সেক্টরে স্যারের জ্ঞান সত্যি ব্যাতিক্রম। নিতপুর ইউনিয়ন এর জন্য তিনি অতুলনীয় প্রতিভা। এই বিজ্ঞ মানুষ টি হারিয়ে গেলে নিতপুর ইউনিয়ন বাসী হারাবে অতুলনীয় প্রতিভা। এই ধরিত্রী ছেড়ে যখন তিনি চলে যাবেন না ফেরার দেশে তখন আমরা উপলব্ধি করবো খালেক স্যার কেমন মানুষ ছিলেন।#