শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা প্রতিনিধি……………………………..
আল্পনা আক্তার রাণী আত্মহত্যা করতে প্ররোচনা দেয়ার অভিযোগে স্বামী মোজাম্মেল হক এর বিরুদ্ধে সাদুল্যাপুর ১ম আদালত গাইবান্ধা দ্রুত বিচার আদালতে রাণী মা ফুলমতি বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছে। যার মামলা নং ১৫৫/২৩। অভিযুক্তকে গ্রেফতার করার জন্য আদালতের গ্রেফতার পরোয়ানা জারি হলেও আজ অবধি পুলিশ গ্রেফতার করেনি।
জানা গেছে, আল্পনা আক্তার রাণীর স্বামী মোজাম্মেল হক স্ত্রীকে যৌতুকের ১০ লক্ষ টাকার দাবীতে প্রায় সময় শারীরিক ও মানুসিক নির্তন করতো। এক সময় আল্পনা আক্তার অতিষ্ঠ হয়ে রাগে ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। সে ঘাতক অথর্লোভী নরপিশাচ স্বামী মোজাম্মেল আজও বহাল তবিয়তে ১৪৫ ফিল্ড ওয়ার্ক শপ, যশোর ক্যান্টমম্যান্টে কমরর্ত রয়েছেন।
এব্যাপারে মামলার বাদী ফুলমতি বেগম সংশ্লিষ্ট কতৃর্পক্ষের নিকট লিখিত আভিযোগও করেছেন।কিন্তু কর্তৃপক্ষ আজও কান রুপ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেনি বা অপরাধীকে পুলিশের হাতে সোপর্দ করেনি।ভুক্তভোগী পরিবার আদালতের কাছে সুষ্ঠু বিচার আশা করছে।#