1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁ-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল বাঘায় অবৈধ বসতবাড়ি দখল, মামলা করে বাড়িতে ফিরলেন মালিক  রাজশাহীতে ১৬ দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন নওগাঁ-৬ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির কালীগঞ্জে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত খুলনা লায়ন্স স্কুলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে অধ্যক্ষ আজিজী স্যারক সংবর্ধনা শিবগঞ্জে  ভ্রাম্যমান  আদালত মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে  ৪ জনের জরিমানা   রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর মনোনয়ন উত্তোলন গাজীপুর-৫ (কালীগঞ্জে – পুবাইল,বাইড়া) আসনে জনতার দলের দলের মনোনয়নপত্র সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞার মনোনয়ন সংগ্রহ

শিবগঞ্জ সীমান্তে লেডী স্মাগলার রুমি বেগমকে অস্ত্র ও গুলিসহ গেফতার করেছে বিজিবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সফিকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ……………………………………….

জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে দেশকে অশান্ত করতে চাঁপাইনবাবগঞ্জসহ সমগ্র দেশের উত্তরঞ্চলের ভারত- বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দেদারসে বিদেশী আগ্নেয়াস্ত্র আসছে ।সীমন্ত রক্ষী বাহিনী বিজিবি, পুলিশ ও র‌্যাবকে ফাঁকি দিয়ে প্রতিনিয়ত আসছে এসব অস্ত্র।অস্ত্রব্যবসায়ীরা প্রায় সময় বিভিন্ন কৌশলে মাদকের পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র গোটা দেশে সরবরাহ করছে।পুরষের পাশাপাশি লেডি স্মাগলারদের দিয়ে সীমান্ত পেরিয়ে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়ে দেশটাকে অশান্ত করে তুলছে।আইন শ্রংখলা বাহিনী সজাগ থাকলেও দু’একটি বাদে প্রায় অস্ত্রের চালান নিরাপদে গন্তব্যস্থলে পৌছে যাচ্ছে নির্বিঘ্নে।

অস্ত্রব্যবসায়ীরা কৌশল পাল্টিয়ে নারীদের একাজে ব্যবহার করছে। দেশের কোথায় নারী অস্ত্রব্যবসায়ীর সাথে জড়িত হওয়ার খবর শোনা না গেলেও গত বুধবার লেডী অস্ত্রব্যাবসায়ীকে বিজিবি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে অস্ত্রসহ গ্রেফতার করেছে। নাম রুমি বেগম (৩০)। এ নারীকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আটক করা হয়। সে শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির তথ্য বিবরণীতে বলা হয়, বুধবার অস্ত্রের দুটি চালান সোনামসজিদ ও চকপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে- এমন সংবাদের ভিত্তিতে- উপঅধিনায়ক মেজর এসএম ইমরুল কায়েসের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৯’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ি বিজিবি ভেহিক্যাল স্ক্যানার চেকপোস্ট এলাকায় কয়েকটি গাড়ি তল্লাশি করেন। এ সময় একটি সিএনজি তল্লাশিকালে এক নারী যাত্রীর নিকট থাকা একটি পলিথিন ব্যাগে শুটকি মাছের মধ্যে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক করা হয় রুমি বেগমকে।

এদিকে একই সময় চকপাড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে প্রবেশের সময় অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে অপর একটি দল সীমান্ত পিলার ১৮২/৬-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঊনিশবিঘি এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বস্তায় তল্লাশি করে ছয়টি বিদেশী পিস্তল, ১২টি ম্যাগাজিন, ২৩৬ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলি ও ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে অস্ত্রের একটি বড় চালান সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ প্রবেশ করবে বলে গোয়েন্দা তথ্যের মাধ্যমে অধিনায়ক জানতে পারেন। এরই প্রেক্ষিতে বুধবার বিজিবি দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বিজিবি কর্মকর্তা ও সদস্যগণের কর্ম ব্যস্ততা ও নির্বাচন উপলক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য মাঠ পর্যায়ের প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রাজশাহীতে মতবিনিময় সভায় অংশগ্রহণের সুযোগ নিয়ে চোরাকারবারীরা অস্ত্র-গুলি চালানের সুযোগ নিচ্ছিল। পৃথক অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, ৫৯ বিজিবির সবচেয়ে বড় অস্ত্র উদ্ধারের অভিযান এটি। সীমান্তে কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

ধারণা করা হচ্ছে নির্বাচনে নাশকতা চালাতে অস্ত্রের এরকম চলান দেশে আরো এসেছ।এ অস্ত্রগুলি দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনের সময় নির্বাচনে হাঙ্গামা করতে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু সীমান্ত পেরিয়ে আসা আগ্নেয়াস্ত্র ও মাদক বন্ধে এখনও কোন জোরাল পদক্ষেপ নেয়া হয়নি। এমতাবস্থায় জরুরীভাবে সীমান্তকে সীলগালা না করা হলে এভাবে দেদারসে অগ্নেয়াস্ত্র আসতেই থাকবে একটি মহল ধারণা করছে।যা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনকে হুমকীর মুখে পড়তে হতে পারে বলে আশংকা করার হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট