নিজস্ব প্রতিবেদক…………………………………………………….
আজ বাংলাদেশের ৫২তম বিজয় দিবস। ১৯৭১ সালের েএই দিনে সসশস্ত্র মুক্তি যুদ্ধে পাক হানাদারদের হাত থেকে ছিনিয়ে এনেছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব।বিজয় পতাকা উড্ডীমান হয়েছিল স্বাধীন মাতৃমূমি বাংলাদেশে।৯মাস যুদ্ধের পর বিজয় অর্জিত হয়েছিল ১৬ ডিসেম্বর। এজন্য দেশের মানুষের জন্য এদিনটি খুব আনন্দের।
কিন্তু যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীরতা লাভ করেছে সেসব শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি আমরা তথা জাতি।এক সাগরই রক্তের বিনিময়ে বাংলার স্বাধঅনতা আনলো যারা আমরা তোমাদের ভুলবো না। আজকের দিনে আরেকজন মহাপুরুষের কথা খুব মনে পড়ছে।যিনি সমগ্র বাঙালিকে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি দীড্ত কণ্ঠে বলেছিলেন আমারা স্বাধীনতা চাই, স্বাধীন ভূ-খন্ড চাই, আমরা পরাধীনতার শিকলে বন্দি থাকতে চাই না।তাঁর এরকম বক্তব্যে বাঙালিরা স্বাধীনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলেন।তিনি হলেন সর্বশ্রেষ্ঠ বাঙালি পুরুষ, বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তিনি না থাকলে আমরা স্বাধীন বাংলাদেশ দেখতে পেতাম না, বাংলা ভাষায় কথা বলতে পারতাম না।সে মহাপুরুষকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি।
৩০ লাখ শহীদ আর অসংখ্য মা-বোনের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ অনেক খানি এগিয়ে গেছে।সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। দেশ আজ উন্নয়নশীল এবং মধ্যমার দেশে পরিণত হয়েছে। ভাবতে ভালই লাগে।আসুন সবাই মিলে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায় সামনের দিকে।বিশেষ করে গত ১৫ বছরে দেশের সর্বক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতার অন্য সময়গুলোর চাইতে অনেক বেশি।আমরা একটা সূখী সমৃদ্ধি দেশ চাই, যে দেশের মানুষ পিছনে না, সামনের দিকে এগিয়ে যাবে।এ দেশের জনগণের প্রত্যাশা অনেক। যে ভাবে দেশ এগিয়ে যাচ্ছে তাতে করে জনগণের বিশ্বাস ততই বাড়ছে। আমরা আশা করতে পারি দেশের মানুষ খুব অচিরেই একটি সূখী সমৃদ্ধি দেশ উপহার পাবে।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা সত্যি সোনার বাংলায় পরিণত হবে সেদিন আর বেশি দূরে নয়।#