বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি-আলীকদম সীমান্ত থেকে চোরাই গরু জব্দ
-
প্রকাশের সময় :
বুধবার, ১৮ মে, ২০২২
-
৩১২
বার এই সংবাদটি পড়া হয়েছে
# রফিকুল ইসলাম সুমন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) থেকে……………………
পার্বত্য বান্দরবান জেলা নাইক্ষ্যংছড়ি–আলীকদম সীমান্ত থেকে ২৫টি চোরাই গরু জব্দ করেছে ইউএনও।মিয়ানমারের রামপুর থেকে আনা গরুর একটি চালান জব্দ করেছে আলীকদম উপজেলা প্রশাসন।
নাইক্ষ্যংছড়ি সীমান্ত পয়েন্ট দূর্গম পথ দিয়ে আলীকদম বাজারের উদ্দেশ্যে নেয়ার পথে এসব গরু জব্দ করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম। বুধবার (১৮ মে) বিকালে ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাবু পাড়া থেকে গরু গুলো জব্দ করেন তিনি। ইউএনও মেহরুবা ইসলাম বলেন, অবৈধভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে পাচারে উদ্দ্যেশে আনা ২৫টি গরু জব্দ করা হয়েছে।
জব্দকৃত গরুর মালিকের কাছে বৈধ কোন প্রকার কাগজপত্র পাওয়া যায়নি। এসব গরু থানাতে সোপর্দ করা হয়েছে। এদিকে নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, নাইক্ষ্যংছড়ি সীমান্তে দীর্ঘদিন ধরে অন্ততঃ ২৮/৩০ জন মিয়ানমারের চোরাকারবারীদের সাথে চোরাই ব্যবসা করে আসছেন। যাদের অধিকাংশের বাড়ি রামু কচ্ছপিয়ায়। বাকীরা নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ও দোছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার। যারা ৫ গ্রুপে কাজ করে। আর তাদের ৩ গ্রুপ এখন আলীকদম– নাইক্ষ্যংছড়ি সীমান্ত পয়েন্টের দূর্গম একটি পথ বেঁচে নেন। যা দিয়ে গত ১ মাসে অন্তত ২ শতাধিক গরু ভূঁয়া কাগজ
করে এখানে নিয়ে নাইক্ষ্যংছড়ি সদর সংলগ্ন রামুর গর্জনিয়া বাজার ও আশপাশের বাজারে বিক্রি করছে গত ১ মাস ধরে। স্থানীয় সুশীল ব্যক্তি বলেন, বর্তমানে টেকনাফ,উখিয়া ও ঘুমধুমের আদলে প্রাণীর পেটে ইয়াবা আইস আনার চেষ্ঠা করছে চোরাই গরু কারবারীরা। যা একদিকে রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে নাইক্ষ্যংছড়ি সদর ও আলীকদমকে ইয়াবা–আইস ও চোরাই স্বর্নের জোনে পরিণত করবে।#
এই সংবাদটি শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ