# শহীদুল্লাহ্ আল আজাদ . স্টাফ রিপোর্টার…………………………………………….
বঙ্গবন্ধু শেখ মুজিব” দেশকে তুমি করলে সজিব” বঙ্গবন্ধু শেখ মুজিব” তুমি ছাড়া নেই তো কেহ্” এই বাংলার সত্য প্রেমিক। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি” দেশ ও মানুষ গড়ার কারিগর” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্ব পরিবারে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের গুলিতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন। ইতিহাসের সাক্ষী এই স্বাধীন বাংলার মানুষ বাংলাদেশ যথাযোগ্য মর্যাদায় পালন করে জাতীয় শোক দিবস।
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান সহ স্ব পরিবার শাহাদাৎ বার্ষিকীর এই দিনটা বাংলার ইতিহাসে বিনম্র শ্রদ্ধায় স্বরণীয় বরণীয় হয়ে থাকবে স্মৃতির পাতায়” যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান” ততদিন রবে কৃতিত্ব তোমার শেখ মুজিবুর রহমান।
এ দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষা তথ্য বিনোদনে বাংলাদেশ বেতার,খুলনার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। শিক্ষা ও সাংস্কৃতি জীবনের সুন্দর পথ প্রদর্শন করে, এই প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সাল থেকে আজ পর্যন্ত সফলভাবে এগিয়ে চলেছে” বাংলাদেশ বেতার, খুলনা কতৃক নিবন্ধিত ইসলামী সাংস্কৃতিক সংগঠন. শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘ. রূপসা,খুলনা।
প্রতিষ্ঠাতা সভাপতিঃ মোঃ শেখ শহিদুল্লাহ্ আল আজাদ, সাধারণ সম্পাদকঃ এস. আসাদুজ্জামান, প্রধান উপদেষ্টাঃ এ্যাডঃ এস,এম মোস্তাফিজুর রহমান মোশতাক, সহ সম্পাদকঃ মোঃ ওমর ফারুক রাসেল, সভাপতি মন্ডলির সদস্যঃ মোঃ রেজাউল করিম গাজী. মোঃ ওহিদুজ্জামান, সাংবাদিক রাজু আহমেদ খান শহিদ, মোঃ খবীরুদ্দীন, ডাঃ খান মোঃ শফিকুল ইসলাম. নাহিদ জামান খান, মোসাঃ আকলিমা খাতুন, ধর্ম বিষয়ক সম্পাদকঃ মোঃ হাবিবুর ইসলাম বেলালী. শিক্ষা বিষয়ক সম্পাদকঃ আবদুল্লাহ্ বিন আবজাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ মোসাঃ সুমাইয়া শহিদ সহ শেখ ছখিনা খয়বার নির্বাহী পরিবারের সদস্যঃ মোঃ ইব্রাহিম খান, মোসাঃ রাবেয়া সুলতানা, মোসাঃ সুরাইয়া রহমান তুষা, তামান্না আক্তার বৈশাখী, মোঃ সাইদুল ইসলাম, আসাদুল্লাহ সিয়াম. সাকিবুল ইসলাম, মোসাঃ আফসানা আক্তার মিম, মোসাঃ আছিয়া আক্তার, মোয়াজ মাহমুদ, আহসান হাবীব, নিরব হাওলাদার, রবিউল ইসলাম গাজী, জি এম রাকিব হোসেন, হাফিজুর রহমান, আবু রায়হান গাজী, মোঃ বেল্লাল শেখ” মোঃ আব্দুস সোবহান শেখ, মোঃ নওশের শেখ” মোঃ আবু আহাদ শেখ, মাহাদী হাসান রিয়াদ, হেদায়েত উল্লাহ আল মামুন, নুসাইব বীন শহিদুল ফরাজি, মোঃ মোশাররফ শেখ ইশারাত, এফ এম বোরহান, মোঃ সাকিব হোসেন রাজ প্রমুখ।#