# শাহাদাত হোসেন খোকন/ সুমা, গাইবান্ধা থেকে……………………………………
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা পশ্চীম খামার দশলিয়ার কে এই ভূয়া মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম পিতা মোঃ রফিকুল ইসলাম ওরফে কাঁনকাটা নিজাম উদ্দীন, গ্রাম পশ্চীম খামার দশলিয়া। সে একজন ভূয়া মুক্তিযোদ্ধা।
উক্ত ভূয়া মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বরকত রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কাঁপাসিয়া, কাজিয়াচরসহ দেশের বিভিন্ন স্থানে জালিয়াতির মাধ্যমে ভূয়া মুক্তিযোদ্ধা তৈরি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। সহজ সরল সাধারণ মানুষসহ এদেশের স্বাধীনতার শত্রু রাজাকার আলবোদকে ও ভূয়া মুক্তিযোদ্ধা বানিয়ে ৫ হাজার থেকে ৫০ হাঁজার টাকা নিয়ে কয়েক লক্ষ টাকা বিভিন্ন ব্যাংকে জমা রেখেছেন বলে জানা গেছে।
গাইবান্ধা জেলা জজ কোর্ট এর ভূয়া মহুরী কখনও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে চলেছে। সাপ্তাহিক অবিরাম পত্রিকা গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে পরিচিয় দিলেও তিনি আদৌ ঐ পত্রিকার সাংবাদিক নন বলে জানিয়েছে পত্রিকার সম্পাদক মোঃ হারুনুর রশিদ বাদল।
স্থানী প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে এই প্রতারক, ভূয়া মুক্তিযোদ্ধা ও ভূয়া সাংবাদিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দোবি জানিয়েছে স্থানীয়রা।#