# মোমিনুর রহমান প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরার শ্যামনগরে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল ৩টায় শ্যামনগর মাইক্রোস্ট্যান্ডে আয়োজিত এ সমাবেশে পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে তাদের ত্যাগ ও সংগ্রামের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ আবদুর রহমান। প্রধান অতিথি ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা কার্যকরী পরিষদের সদস্য গাজী নজরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক আব্দুল জলিল, নায়েবে আমীর মাওলানা গোলাম বারী, মাওলানা মইনুদ্দীন মাহমুদ ও অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুর রহমান ও মাস্টার রেজাউল ইসলাম, মাদরাসা শিক্ষক পরিষদ সভাপতি অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম এবং তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আ. মজিদ। এছাড়া সমাবেশে বক্তব্য দেন অফিস সম্পাদক মাওলানা মহসিন আলম, যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমীররা। ছাত্র শিবিরের পক্ষ থেকে পূর্ব শাখার সভাপতি রাশিদুল ইসলাম ও পশ্চিম শাখার সভাপতি আব্দুস সামাদ বক্তব্য রাখেন। শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন শ্রমিক সভাপতি মাস্টার আব্দুর রশিদ।সমাবেশে পৌর সভাপতি মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সমন্বিত সাংস্কৃতিক সংসদের শিল্পীরা শহীদি সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে ভাবগাম্ভীর্য যুক্ত করেন।
বক্তারা বলেন, “পল্টন ট্র্যাজেডি আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের সংগ্রাম থেমে থাকে না।” বক্তারা শহীদদের আত্মত্যাগের আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মের মাঝে এই চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।#