জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, বিআরটিএর মটরযান পরিদর্শক ওমর ফারুক, ট্রাফিক ইনচার্জ আজিজুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার প্রমুখ। সভা শেষে ১০ জনের মাঝে হেলমেট বিতরণ করা হয়।#